![গার্লফ্রেণ্ডকে নিয়ে সোজা বাড়িতে মালাইকা-আরবাজ পুত্র আরহান](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/actress-malaika-arora-and-arbaz-khans-son-arhaan-khan-dating-kanel-robinsons8e91f3d8-8739-4597-bcd3-c2f1d7ee5c67-415x250.jpg)
গার্লফ্রেণ্ডকে নিয়ে সোজা বাড়িতে মালাইকা-আরবাজ পুত্র আরহান
গুঞ্জন চলছিলই। এমনকী অটোরিক্স, পার্টিতে বান্ধবী ক্যানেলের সঙ্গে দেখাই যেত মালাইকা-আরবাজ পুত্র আরহানকে। তবে সরাসরি একেবারে ফ্যামিলি ডিনারে বান্ধবীকে নিয়ে আরহান হাজির হবেন এটা আলোকচিত্রীরা কল্পনাই করতে পারেননি। অভিনেতা মার্ক রবিনসন এবং মডেল ওয়ালুসচা ডি’সুজার কন্যা ক্যানেল। শাহরুখ খানের ‘ফ্যান’ সিনেমায় দেখা গিয়েছে ওয়ালুসচাকে। ওই অনুষ্ঠানে মালাইকা, অর্জুন এবং আরহানকে একসঙ্গে ফোটোশুট করতে দেখা যায়।
View this post on InstagramItaly🇮🇹 @malaikaarorakhanofficial @theofficialnk A post shared by Arhaan Khan (@iamarhaankhan) on