![ঋতাভরী অভিনীত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র প্রথম গান মুক্তি, শুনুন](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/beautiful-ritabhari-chakrabortys-upcoming-films-first-song-realesed-brambha-janen-gopon-kommoti-valobasae-rod-janala-beye-aaybd3af9f3-f7c8-4b54-bc48-6d3d894f5ad5-415x250.jpg)
ঋতাভরী অভিনীত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র প্রথম গান মুক্তি, শুনুন
একেবারে অন্য ধারার ছবিতে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী। শিবপ্রদাস এ নন্দিতা রায়ের পরবর্তী ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিটিতে মুখ্য ভূমিকায় তিনি। “ভালবাসার রোদ জানলা বেয়ে আয়/মন কেমনের রোদ কান্নাকে সাজায়…” মন ভালো করা গানের কথা নিয়ে মুক্তি পেল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র প্রথম গান। গানটি গেয়েছেন অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সুর দিয়েছেন পরিচালক-গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়।
View this post on InstagramAmar porer chobi Brahma Janen Gopon Kommotir prothom gaan Kon Gopone...link in bio. @windowsproduction A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty) on