![প্রকাশ্যে কার কাঁধে চেপে বসলেন প্রিয়াঙ্কা ?](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/the sky is pink bollywood hollywood actress priyanka chopra farhan akhtar starrer first look poster unveiled-415x250.jpg)
প্রকাশ্যে কার কাঁধে চেপে বসলেন প্রিয়াঙ্কা ?
একেবারে প্রকাশ্যে। হ্যাঁ, একেবারে প্রকাশ্যে বলিউড অভিনেতা
ফারহান আখতারের কাঁধে চেপে বসলেন প্রিয়াঙ্কা চোপড়া। না, একেবারেই গল্প কথা নয়।
আসলে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘দ্য
স্কাই ইজ পিঙ্ক’
ছবিটির পোস্টার। আর ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের ট্যুইটার হ্যান্ডেলে ‘দ্য স্কাই ইজ
পিঙ্ক’
ছবিটির পোস্টার প্রকাশ্যে আনেন। সেখানেই ফারহান আখতারের কাঁধে চড়তে দেখা যায়
প্রিয়াঙ্কা চোপড়াকে। মঙ্গলবার মুক্তি পাবে এই ছবির ট্রেলার। উল্লেখ্য, ‘দ্য স্কাই ইজ
পিঙ্ক’
ছবিটি মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর। ছবিটির পরিচালক সোনালী বোস। প্রিয়াঙ্কা ছাড়া
এই ছবিতে অভিনয় করেছেন ফারহান আখতার, জাইরা
ওয়াসিম। জাইরা ওয়াসিমের ছবি দেখে কটাক্ষ করতে দেখা গিয়েছে নেটিজেনদের।
আর এই ছবি নিয়ে একটি ঘটনা শেয়ার করেছেন প্রিয়াঙ্কা নিজেই। প্রিয়াঙ্কা জানান, বিয়ের চার দিন আগে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির শ্যুটিং শেষ করেছিলেন। সেটে ছিলেন নিক। কিন্তু একটি দৃশ্য দেখে আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন নিক। চোখে জল এসেছিল। এ দৃশ্য দেখে প্রিয়াঙ্কা জানান, নিজের স্বামীকে কাঁদিয়ে দিয়েছিলাম আমি। নিশ্চয় সিনটা খুবই ভালো ছিল দৃশ্যটা খুবই মিষ্টি ছিল। প্রিয়াঙ্কা বলেন, "খুব অন্ধকার সেটের মধ্যে শ্যুটিং চলছিল। এমন সময়ে হঠাত্ই চাপা কান্নার শব্দ পেলাম। দেখি নিক কাঁদছে।" আর ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবি নিয়ে প্রিয়াঙ্কার দাবি, এই ছবি জীবনকে উপভোগ করার বার্তা দেয়।