কোথায় ছুটি কাটাচ্ছেন রণবীর-আলিয়া ? দেখে নিন তাঁদের ছবি

frame কোথায় ছুটি কাটাচ্ছেন রণবীর-আলিয়া ? দেখে নিন তাঁদের ছবি

GHOSH ARPAN

তাঁদের সাতপাকে বাঁধা পড়া নিয়ে গুঞ্জনের শেষ নেই। কেউ বলছেন এবছরের শেষে, আবার কেউ বলছেন নতুন বছরে। এ জল্পনা তো চলতেই থাকবে। তবে এরসবের মাঝেই ছুটি কাটাতে বিদেশ চলে গেলন এই লাভ বার্ড। কিছুদিন আগেই ইউরোপ থেকে ঘুরে এসেছেন তাঁরা। এবার গন্তব্য কেনিয়া। নিজের ইনস্টা হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন আলিায়। ছবিতে দেখা যাচ্ছে ভোরের আলো গায়ে মাখছেন তিনি। খোলা চুলে হাত বোলাচ্ছে সকালের মিষ্টি রোদ। ক্যাপশনে আলিয়া লিখেছেন,“সকাল হয়েছে। সূচনা হয়েছে নতুন দিনের।” কিন্তু রণবীর কোথায় ? সে প্রশ্ন যখন উঠছে পাপারজিতরা ঠিক পাকড়াও করেছেন তাঁদের। এক ফটোগ্রাফারের ক্যামেরায় একই সঙ্গে বন্দী হয়েছেন ওই দু’জন। আলিয়ার হাতে ডিএসএলআর ক্যামেরা। দু’জনের মুখেই মিষ্টি হাসি। কেনিয়া ট্রিপ দু’জনেই যে ভালো ভাবেই উপভোগহ করছেন তা বোঝাই যাচ্ছে।

অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ওয়ার’সিনেমার ট্রেলার। সেখানে হৃত্বিক রোশনের সঙ্গে দেখা যাবে টাইগার শ্রফকে। আর হৃত্বিক-টাইগারের সঙ্গে এই ছবিতে রয়েছেন বাণী কাপুরও। সিনেমায় হৃত্বিকের বান্ধবী হিসাবে দেখানো হয়েছে বাণী কাপুরকে। আর সিনেমার নতুন গান ঘুঙরু প্রকাশ পাওয়ার পর হৃত্বিক রোশন এবং বাণী কাপুরের রসায়ন চোখে পড়ার মতো। সেই গানের দৃশ্যেই বারবার দেখা গিয়েছে হৃত্বিক এবং বাণীকে সমুদ্র সৈকতে। গানটি গেয়েছেন অরিজিত সিং ও শিল্পা রাও। প্রযোজনায় আদিত্য চোপড়া এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ।



Find Out More:

Related Articles:

Unable to Load More