অর্জুন রামপালের বিয়ে কী তাঁর জন্যই ভেঙেছে ? জোর কটাক্ষ

frame অর্জুন রামপালের বিয়ে কী তাঁর জন্যই ভেঙেছে ? জোর কটাক্ষ

GHOSH ARPAN

গ্যাবরিয়েলার সঙ্গে সম্পর্কের জেরেই কি স্ত্রী মেহেরের সঙ্গে সম্পর্ক ভেঙেছে অর্জুন রামপালের! এই নিয়েই গ্যাবরিয়েলার একটি পোস্টে কটাক্ষ করতে দেখা যায় জনৈক এক ব্যক্তিকে। তার যথাযথ উত্তরও দিয়েছেন গ্যাবরিয়েলা। যদিও অর্জুন রামপালের কোনও মন্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি গ্যাবরিয়েলা এবং অর্জুনের একটি সন্তানও হয়েছে। সে ছবি শেয়ার করেছিলেন গ্যাবরিয়েলা।

 

অন্যদিকে, রণবীর কাপুরকে শাহরুখ খান করার ইচ্ছে রয়েছে। আরে ঘাবড়াবেন না। শাহরুখ খান অভিনীত কুছ কুছ হোতা হ্যায় সিনেমায় রাহুলের চরিত্র রণবীর কাপুরকে পছন্দ করণ জোহারের। আবার ঘাবড়ে গেলেন তো ? তাহলে ব্যাপরাটা একটু খুলেই বলা যাক। নয় নয় করে প্রায় ২০ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলেন করণ জোহার। সেই উপলক্ষ্যে মেলবোর্ণ পিল্ম ফেস্টিভ্যালে করণ জোহারের প্রথম ছবি কুছ কুছ হোতা হ্যায়ের বিশেষ স্ক্রিণিং করা হয়। সেখানে বলিউডের এই পরিচালককে প্রশ্ন করা হয়, তিনি যদি কুছ কুছ হোতা হ্যায়-এর রিমেক বানান তাহলে কাকে তিনি কাস্ট করবেন। তখন তিনি বলেন কুছ কুছ হোতা হ্যায়-তে শাহরুখ খান অভিনীত রাহুলের চরিত্রে তিনি রণবীর কাপুরকে কাস্ট করবেন। কারণ, শাহরুখ খান আর রাণবীর কাপুর এই দু’জনের মধ্যেই আমি সেই পাগলামিটা দেখতে পাই। অবধারিত পরবর্তী প্রশ্ন ছিল অঞ্জলি আর টিনার চরিত্রে কাকে কাস্ট করবেন ? পরিচালকের জবাব ছিল অঞ্জলির চরিত্রে আলিয়া ভাট এবং টিনার চরিত্রে তাঁর জাহ্নবী কাপুরকে পছন্দ।

 


Find Out More:

Related Articles:

Unable to Load More