KIFF-এর নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে প্রসেনজিত যা বললেন...
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির নতুন চেয়ারম্যান হচ্ছেন পরিচালক
রাজ চক্রবর্তী। আগেই তথ্যচিত্র ও শর্টফিল্ম বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব
দেওয়া হয়েছিল টালিগঞ্জের এই পরিচালককে। এবার সরাসরি উৎসব কমিটির নতুন চেয়ারম্যান
করা হল রাজকে। এ ব্যাপারে প্রাক্তন চেয়ারম্যান অর্থাত প্রসেনজিত চট্টোপাধ্যায়কে
অফিসিয়ালি কিছুই জানানো হয়নি বলে আক্ষেপ প্রকাশ করলেন। তিনি জানান, ‘‘আমি খুব দুঃখ
পেয়েছি। আমাকে যে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা অফিশিয়ালি জানানো
পর্যন্ত হয়নি। আমি জেনেছি মিডিয়ার কাছ থেকে। তবে এ বছর আমি সত্যিই খুব ব্যস্ত।
কোনও দায়িত্ব নিলে, তার সঙ্গে জাস্টিস করতে পারব না। তাই অব্যাহতি
চেয়েছি। তবে রাজের প্রতি আমার পূর্ণ সহযোগিতা রয়েছে। ওকে বলেছি, ওর প্রয়োজনে সব
সময় পাশে থাকব।’’
প্রসঙ্গত, ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান ছিলেন প্রসেনজিত চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন কাজের ব্যস্ততার জন্য তিনি কমিটির কয়েকটি মিটিংয়ে থাকতে পারবেন না। তারপরই নতুন চেয়ারম্যানের গন্ধ হাওয়ায় ভাসছিল। সেই জল্পনাই সত্যি হল। তবে শোনা যাচ্ছে, কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে একটি অ্যাডভাইসারি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে প্রাক্তন চেয়ারম্যান অর্থাত গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং প্রসেনজি চট্টোপাধ্যায়দের সদস্য করা হয়েছে। উৎসব সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডের বিষয়ে তাঁরা পরামর্শ দেবেন। উল্লেখ্য, পুজোর পরই শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর এই অনুষ্ঠানের জৌলুস ক্রমশই বেড়েছে। এবারে আবার নতুন চেয়ারম্যান করা হল রাজা চক্রবর্ত্তিকে। এখন দেখার এবারের অনুষ্ঠান কীরকম হয়!