জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, এক নজরে দেখে নিন পুরো তালিকা

GHOSH ARPAN

ঘোষিত হলো ৬৬ তম জাতীয় পুরস্কার। সেই পুরস্কারের তালিকায় এবারে বাংলার জয়জয়কার। ‘জাতিস্মর’, ‘চতুষ্কোণ’ তারপর আবার জাতীয় পুরস্কার এলো সৃজিত মুখোপাধ্যায়ের ঝুলিতে। এবার ‘এক যে ছিল রাজা’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেরা বাংলা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এই ছবিটি। এছাড়া কেদারা ছবির জন্য বিশেষ জুরি সম্মান পেলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। 'তারিখ' ছবির জন্য সেরা সংলাপের পুরস্কার পেলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। ফেলুদা তথ্যচিত্রের জন্য সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেলেন সাগ্নিক চট্টোপাধ্যায়। 'পদ্মাবতে' 'বিন তে দিল' গানটির জন্য সেরা গায়কের সম্মান পেলেন অরিজিৎ সিং। 'উরি' সিনেমার জন্য সেরা সাউন্ড ডিজাইনার বিশ্বদ্বীপ চট্টোপাধ্যায়। এবার এক নজরে দেখে নেওয়া যাক জাতীয় পুরস্কারের তালিকা-

 

সেরা হিন্দি ছবি : অন্ধাধুন


সেরা চিত্রনাট্য : অন্ধাধুন


সেরা অভিনেতা : আয়ুষ্মান খুরানা (অন্ধাধুন) ও ভিকি কৌশল (উরি –দ্য সার্জিকাল স্ট্রাইক)


সেরা বাংলা ছবি : এক যে ছিল রাজা


স্পেশাল জুরি অ্যাওয়ার্ড : কেদারা (বাংলা ছবি) হেলারু (গুজরাতি ছবি)


সেরা পরিবেশ বিষয়ক ছবি : পানী (প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনা সংস্থার ছবি)


সেরা সামাজিক বিষয়ক ছবি : প্যাডম্যান


সেরা ছোটদের ছবি : সরকারি হিরিয়া প্রাথমিকা শলে কসরগড়ু (কন্নড় ফিল্ম)


সেরা চলচ্চিত্র-বান্ধব রাজ্য :  উত্তরাখণ্ড


সেরা প্লেব্যাক সংগীত শিল্পী : অরিজিত্‍ সিং (পদ্মাবত)


সেরা কোরিওগ্রাফি : পদ্মাবত-র ঘুমর


সেরা সংগীত পরিচালক : সঞ্জয় লীলা বনশালী


সেরা সংলাপ : চূর্ণী গঙ্গোপাধ্যায় (তারিখ)


সেরা সহ-অভিনেত্রী : সুরেখা সিক্রি (বধাই হো)


সেরা উর্দু ছবি : হামিদ


সেরা মহিলা প্লেব্যাক সংগীতশিল্পী : বিন্দু মালিনী ( নিথিছারামি)


সেরা পরিচালক : আদিত্য ধর (উরি)।


সেরা বিনোদন ছবি : 'বধাই হো'।


সেরা সাউন্ড ডিজাইনার : বিশ্বদ্বীপ চট্টোপাধ্যায়। (উরি)


সেরা কোরিওগ্রাফার : কৃতি মহেশ ও জ্য়োতি তোমর (পদ্মাবত-ঘুমর)।


সেরা আবহ সংগীত : শ্বাশত সচদেবা (উরি)।


সেরা নবাগত পরিচালক : সাগ্নিক চট্টোপাধ্যায়। (নন ফিচার-ফেলুদা তথ্যচিত্র)


সেরা অভিনেত্রী তামিল : কীর্তি সুরেশ (মহান্তি)।


সেরা ফিচার ফিল্ম : হেলারাও (গুজরাটি)


নার্গিস দত্ত পুরস্কারের জন্য সেরা ফিচার ফিল্ম : অনডাল্লা এরাডাল্লা (কানাড়া)


সেরা সহ-অভিনেতা : সানন্দ কিরকিরে (চুম্বক)


সেরা শিশু-শিল্পী : পি ভি রোহিত (অনডাল্লা এরাডাল্লা), সমীপ সিং (হারজিতা), তালহা আরসাদ রেশি (হামিদ)


স্পেশাল জুড়ি পুরস্কার : কেদারা ও হেলারু


ইন্দিরা গান্ধী পুরস্কারের জন্য সেরা ডেবিউ ছবির পরিচালক : সুধাকর রেড্ডি (নাল-মরাঠি)


সেরা স্পেশাল এফেক্ট : AWE, KGF


 

 


Find Out More:

Related Articles: