৮২ বছরেও জীবনযুদ্ধে অনড়। পেটের জ্বালা যে বড় জ্বালা

Paramanik Akash
৮২ বছরেও জীবনযুদ্ধে অনড়। পেটের জ্বালা যে বড় জ্বালা তা আমাদের সবারই জানা। যে বয়সে সকলের অবসরে বিশ্রাম নিতে ব্যস্ত,সেই বয়সে এখনো কারো কাছে হাত না পেতে ইডলি বিক্রি করে জীবিকা নির্বাহ করে চলেছেন এম কমলাথাল।সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাতুরের বদিভালাম্পলয়াম নামে এক প্রত্যন্ত গ্রামে তিনি সড়কের পাশে ছোট্ট ঝুপড়িতে ইডলি বিক্রি করেন। 
তিনি বলেন, "আমি এখন ৮২ বছর বয়সী এবং এটি কত দিন অব্যাহত থাকবে জানি না। আমার পরিবারে আমার সাথে কেউ নেই। আমি একা। আমি সকাল সাড়ে ৫ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কাজ করি। আমি এ থেকে লাভের আশা করি না। যা আমি পাই তার সামান্যই আমি আমার জীবিকা নির্বাহ করি । আমি প্রতিদিন ৪০০-৫০০ ইডলি বিক্রয় করি। আমি একটা ইডলি এক টাকা করে বিক্রি করি। সম্প্রতি তার এই বয়সে ইডলি বিক্রির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এরপর প্রশাসনের পক্ষ থেকে  সম্প্রতি  এলপিজি সংযোগ জারি করেছে।


Find Out More:

old

Related Articles: