পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মজয়ন্তী উদযাপিত হলো সংস্কৃত কলেজিয়েট স্কুলে

frame পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মজয়ন্তী উদযাপিত হলো সংস্কৃত কলেজিয়েট স্কুলে

Paramanik Akash
সংস্কৃত কলেজিয়েট স্কুলে আজ ১২ আশ্বিন ১৪২৬ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মজয়ন্তী পালিত হল। ছাত্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রাক্তন ছাত্র অভিভাবক অভিভাবিকা মিলিয়ে ছয় শতাধিক মানুষের এক বর্ণাঢ্য ফেরি সকাল আটটায় স্কুল থেকে বেরিয়ে বিধান সরণী মহাত্মা গান্ধী রোড হয়ে স্কুল পৌঁছয় বেলা সাড়ে নটায়। বিদ্যালয়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন প্রধান শিক্ষক দেবব্রত মুখার্জী।
ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কৌশিক হালদার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সমবেত গান ও সংগীত পরিবেশন করে ছাত্রবৃন্দ। উদ্বোধনী ভাষণে শ্রী হালদার ঈশ্বরচন্দ্রের সমাজ সংস্কার সহ শিক্ষা বিস্তার প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন।স্বাগত ভাষণে প্রধান শিক্ষক শ্রী মুখার্জী ঈশ্বরচন্দ্রের জীবন ও ঊনবিংশ শতাব্দীর আলোকে অনন্য অবদানের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি স্কুলের প্রাক্তন ছাত্র কলকাতা দূরদর্শন এর কার্যক্রম প্রধান অরুণাভ রায়, জয়েন্ট রেজিস্টার কো-অপারেটিভ সোসাইটি বিকাশ চন্দ্র ভট্টাচার্য উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। ডক্টর সঞ্জিত ভট্টাচার্য বিদ্যাসাগর ও আমাদের বিদ্যালয় প্রসঙ্গে বিদ্যাসাগরের শিক্ষাচিন্তা ও সংস্কার বিষয়ে বিশদ আলোচনা করেন।
অনুষ্ঠানে বর্তমান ছাত্র শিক্ষক শিক্ষা কর্মীদের আবৃত্তি শ্রুতিনাটক সংগীত অনুষ্ঠানের পূর্ণতা দেয়। এই উপলক্ষে আয়োজিত প্রবন্ধ বক্তৃতা অঙ্কন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। অতিথি গায়িকা হিসেবে উপস্থিত ছিলেন শিখাশ্রী দাস। প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীগণ এদিনের অনুষ্ঠানে স্মারক উপহার পেয়ে অত্যন্ত আপ্লুত হন।
উল্লেখ্য , বিদ্যাসাগরের জন্ম দিন হিসাবে ২৬ সেপ্টেম্বর দিনটিকে সরকারি ভাবে পালন করা হয় । কিন্ত বিদ্যাসাগর ১৮২০ খ্রিষ্টাব্দের ২৬ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেছিলেন ঠিকই কিন্ত বাংলা তারিখ ছিল ১২ আশ্বিন । বাংলার তারিখ মেনেই সংস্কৃত কলেজিয়েট স্কুল আজ এই দিনটিকে বিদ্যাসাগরের জন্মদিন হিসাবে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে । এই একই দিনে কলেজ স্কোয়ারে ভাষা ও চেতনা সমিতির পক্ষ থেকেও বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয় ।


Find Out More:

Related Articles:

Unable to Load More