রাজ্য সরকারি কর্মীদের সুখবর সরস্বতী পূজোয়!
রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন 30 ও 31 তারিখ সরস্বতী পুজোর ছুটি সঙ্গে সঙ্গে 29 তারিখ অর্থাৎ বুধবারও সরস্বতী পূজার কারণে ছুটি থাকবে সরকারি কর্মচারীদের।
বুধবার অর্থাৎ 29 তারিখ সারাদিন পঞ্চমী থাকায় বেশিরভাগ জায়গাতেই সরস্বতী পুজো হবে সেইদিন এই কারণে মূলত ছুটি ঘোষণা মাননীয়া মুখ্যমন্ত্রীর।অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র যথাক্রমে 29 30 ও 31শে জানুয়ারি পরপর এই তিন দিনে সরস্বতী পূজার কারণে সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা।সপ্তাহের শেষে বিভিন্ন দপ্তরে থাকে শনি ও রবি ছুটি এই কারনে টানা ছুটি পেল সরকারি কর্মীরা অর্থাৎ 29 তারিখ থেকে একেবারে দু তারিখ পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মীদের সুখবর সরস্বতী পূজোয়!