ধরঘটীদের হামলার থেকে বাঁচতে অভিনব উদ্যোগ পরিবহন দফতরের,হেলমেট পরে বাস চালাচ্ছেন চালকরা !

Akash Paramanik

শ্রমিক সংগঠন গুলির ডাকে গোটা দেশে পালিত হচ্ছে ২৪ ঘন্টার ভারত বনধ। তার মিশ্র প্রভাব পরেছে পশ্চিমবঙ্গেও। ধরঘটীদের হামলার হাত থেকে বাঁচতে অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্যের পরিবহন দফতর। বাসচলকদের দেওয়া হয়েছে হেলমেট সকাল থেকে শহর কলকাতা এবং জেলার বিভিন্ন রুটে বাস চালকরা হেলমেট পরে বাস ছালাচ্ছেন।
এদিন যাদবপুর বাস্ট্যান্ডের সরকারি বাসের চালক জানিয়েছেন ,আত্মরক্ষার জন্যই দফতরের পক্ষ থেকে হেলমেট দেওয়া হয়েছে তাঁদের। তাই ধর্মঘটের দিন হেলমেট পরে গাড়ির স্টিয়ারিং ধরেছেন তাঁরা।
উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও দেখা গিয়েছে এই একই ছবি সেখানে ধর্মঘটীরা তাঁকে হেলমেট খুলতে বললে অস্বীকার করেন বাসচালক। এই নিয়ে ধর্মটীদের সঙ্গে বচসাও হয়। শহর কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন শহরগুলিতে অধিকাংশ সরকারি বাসের চালকরা আজ হেলমেট পরে বাস চালানোর ছবি ধরা পড়েছে।

Find Out More:

Related Articles: