অযোধ্যার রায় নিয়ে সোস্যাল মিডিয়ায় পোষ্ট করার দায়ে ৩৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল যোগী প্রশাসন , রাজ্যের সোস্যাল মিডিয়ায় চলছে সরকারের নজরদারী

Paramanik Akash
অযোধ্যার বিতর্কিত জমির নিয়ে সুপ্রিম কোর্টের রায় বের হওয়ার সোস্যাল মিডিয়ায় নানা মানুষ নানা রকম মন্তব্য করে চলেছে । বিভিন্ন ব্যক্তি তাদের মতামত সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে চলেছে । এদিকে উত্তরপ্রদেশেও অযোধ্যার রায় নিয়ে মন্তব্য সোস্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরেই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন । এমনকি ধরপাকড়ও শুরু করেছে ।শনিবার রায় ঘোষণার পর থেকে মোট ১২টি এফআইআরে ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
উত্তরপ্রদেশ পুলিশের তরফে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ওই মামলা সম্পর্কিত ৩ হাজার ৭১২টি সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। তার মধ্যে কিছু পোস্ট মুছে দেওয়া হয়েছে। বন্ধও করে দেওয়া হয়েছে অনেক অ্যাকাউন্ট।
কোনও গুজব যাতে না ছড়ায়, তার জন্য সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীর তৎপরতার উপরও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজিপি ওপি সিংহ। তিনি বলেন, ‘‘প্রয়োজন পড়লে রাজ্যের সর্বত্র সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা বসানো হবে, যাতে গুজব ছড়িয়ে কেউ অশান্তিতে ইন্ধন জোগাতে না পারে।’’
সোশ্যাল মিডিয়ায় নজরদারির পাশাপাশি প্রযুক্তি নির্ভর কন্ট্রোল রুমও খোলা হয়েছে লখনউতে। সেখানে বসেই অযোধ্যা-সহ গোটা রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। ব্যক্তিগত ভাবে সবকিছুর তদারকি করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ ছাড়াও খোলা হয়েছে এমার্জেন্সি সেন্টার, যাতে কোথাও গোলমালের খবর পেলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায়। নিরাপত্তার বলয়ে মুড়ে রাখা হয়েছে গোটা রাজ্যকে।


Find Out More:

Related Articles: