ভাইফোঁটার দিনে গাছে চন্দনের ফোঁটা দিয়ে প্রকৃতি বাঁচানোর ডাক দিদি বোনেদের

Paramanik Akash
সারা পৃথিবী জুড়েই নির্বিচারে চলছে সবুজ ধ্বংস। সেই সঙ্গে বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবর্তন হচ্ছে জলবায়ুর। স্বাভাবিকভাবেই বিপদ বাড়ছে প্রাণীজগতের। আর তাই প্রকৃতি এবং গাছ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য ভাইফোঁটার দিন গাছের ভাইফোঁটার আয়োজন করলো পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের পল্লিমঙ্গল সমিতির বোনেরা। অভিনব এই উদ্যোগে খুশি সকলে। ওই সংস্থার মহিলা সদস্যরা গাছকে চন্দনের ফোটা দিয়ে মন্ত্র উচ্চারণ করলেন, গাছের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।  
সমিতির অন্যতম সদস্য সন্দীপন সরকার জানালেন, মানুষের আগে পৃথিবীতে গাছের জন্ম। গাছই মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। তাই আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবুজায়ন জরুরি। মানুষকে সবুজ ধ্বংসের বিরুদ্ধে সচেতন করার উদ্দেশ্যেই এই উদ্যোগ। গাছে ফোটা দিয়ে এক দিদি বলেন, আমরা যেমন ভাইকে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি ঠিক একইভাবে গাছের ভাইফোঁটা দিয়ে আমরা গাছের দীর্ঘায়ু কামনা করছি। কারন গাছ বাঁচলে বাঁচবো আমরা।


Find Out More:

Related Articles: