অ্যাপের মাধ্যমে খাবার কিনতে গিয়ে ১০ হাজার টাকা খোয়ালেন হরিদেবপুরের যুবক

frame অ্যাপের মাধ্যমে খাবার কিনতে গিয়ে ১০ হাজার টাকা খোয়ালেন হরিদেবপুরের যুবক

Akash Paramanik

এক নামী ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার দিয়েছিলেন এক যুবক । কিন্ত সেই খাবারের অর্ডার দিতে গিয়ে তাকে খোয়াতে হল ১০ হাজার টাকা । ওই যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু দফায় ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা ।
মঙ্গলবার হরিদেবপুরের বাসিন্দা ঋষভ ঘোষ নামে এক যুবক ইন্টারনেট সার্চ করে একটি ফুড ডেলিভারি অ্যাপে তিনি খাবার অর্ডার দেন। কিন্তু অনেকটা সময় চলে যাওয়ার পরও খাবার না এলে তিনি ইন্টারনেটে ওই ফুড ডেলিভারির সংস্থার নম্বর খুঁজে বার করেন। তারপর সেই নম্বরে ফোন করে তাঁর অভিযোগ জানান। সংস্থার পক্ষ থেকে যিনি ফোন ধরেছিলেন, তিনি যুবককে জানিয়েছিলেন সংস্থা থেকে যুবকের মোবাইল নম্বরে একটি লিঙ্ক পাঠানো হচ্ছে। ওই লিঙ্কে ক্লিক করলেই তিনি ক্যাশ ব্যাক পাবেন।সেই মতো পাঠানো লিঙ্কে ক্লিক করেন যুবক। কিন্তু ক্লিক করার পর কিছুক্ষণের জন্য তাঁর ফোন হ্যাং হয়ে যায়। তারপর মোবাইলে পিসি কানেক্ট ওয়াইফাই বলে একটা লেখা ফুটে ওঠে। তিনি বুঝতে পারেন ফোনে কিছু একটা গড়বড় হয়েছে। কিন্তু কিছু ব্যবস্থা নেওয়ার আগেই যাদবপুরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’দফায় মোট ১০ হাজার টাকা তুলে নেওয়া হয়। প্রথমে সাড়ে সাত হাজার টাকা এবং দ্বিতীয় দফায় আড়াই হাজার টাকা।

Find Out More:

Related Articles:

Unable to Load More