ধর্মীয় ভাবাবেগ আঘাত, বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে গ্রেপ্তারের দাবি!

frame ধর্মীয় ভাবাবেগ আঘাত, বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে গ্রেপ্তারের দাবি!

Akash Paramanik

বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে গ্রেফতারের দাবি করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের অভিযোগ বলিউড অভিনেত্রী ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। এই নিয়ে মঙ্গলবার মহারাষ্ট্র পুলিসের ডিজিকে চিঠি দিয়েছে ওই সংস্থার কর্তা। তবে শুধু রবিনা ট্যান্ডন নয়,পাশাপাশি পরিচালক ফারহা খান এবং কমেডিয়ান ভারতী সিংয়ের বিরুদ্ধেও পুলিসের কাছে অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ, গত বছর বড়দিনের সময় একটি টিভি অনুষ্ঠানে বাইবেল নিয়ে আপত্তিকর মন্তব্য করেন রবিনা। তাঁদের বিরুদ্ধে গত ডিসেম্বরে ২৯৫ ধারায় বীড শহরের শিবাজীনগর পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করেন জনৈক আশিস সিন্ধে। মামলাটি মুম্বইয়ের মালাড স্টেশনে স্থানান্তর করা হয়। আশিস সিন্ধের অভিযোগ, এতদিন কেটে গেলেও পুলিস কোনও পদক্ষেপ করেনি। তাই ডিজিপিকে চিঠি লিখে অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি করেছেন।

Find Out More:

Related Articles:

Unable to Load More