JNU-এর ক্যাম্পাসে পড়ুয়াদের পাশে দাঁড়ানোয়, দীপিকার 'ছপাক' বয়কটের ডাক দিলেন!

Akash Paramanik

মঙ্গলবার দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে দেখা‌ করে, পড়ুয়াদের আন্দোলনের সমর্থন করার পর থেকেই গর্জে উঠেছে কয়েকটি সংগঠন।
 JNU-এর বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে, পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানান অভিনেত্রী৷ এরপর দীপিকা পাডুকনের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়৷

  দীপিকা যখনই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাজির হন, সেই সময় থেকেই অভিনেত্রীর বিরুদ্ধে প্রচারে নামতে শুরু করেন বেশ কিছু মানুষ৷ এমনকী, দীপিকার সিনেমা ছপক-কে বয়কটেরও ডাক দেওয়া হয় বেশ কয়েকটি সংগঠনের তরফে৷ যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে দেখা যায়নি বলিউড অভিনেত্রীকে৷

তবে দীপিকার বিরুদ্ধে যেমন বেশ কয়েকটি সংগঠন ফুঁসে উঠতে শুরু করেছে, তেমনি তাঁর পাশে দাড়িয়েছেন বলিউডের তামাম অভিনেতা এবং পরিচালকরা৷ JNU-এর ক্যাম্পাসে যাওয়ার পরই দীপিকার প্রশংসা শুরু করেন পরিচালক অনুরাগ কাশ্যপ৷

Find Out More:

Related Articles: