ঘণ্টাখানেক ধরে বিপর্যস্ত গুগল

frame ঘণ্টাখানেক ধরে বিপর্যস্ত গুগল

A G Bengali
ভারতীয় সময় সোমবার বিকেল ৫টা নাগাদ হঠাৎই দেখা যায় গুগলের বেশ কিছু পরিষেবা কাজ করা বন্ধ করে দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাহকদের মধ্যে এ নিয়ে শোরগোল পড়ে যায়। গোটা বিশেও হইচই পড়ে যায় এই পরিষেবা বন্ধ হওয়ার ফলে। দেখা গিয়েছে গুগলের যে সব পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল সেই তালিকায় ছিল, জিমেল, ইউটিউব, গুগল ড্রাইভ, গুগল ডক, প্লে স্টোর, গুগল মিট, হ্যাং আউট-সহ বহু গুরুত্বপূর্ণ পরিষেবা।

নেটিজেনদের দাবি, ওই সময়ে ইউটিউব খুললেই বলা হচ্ছিল,"Something went wrong..."। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। তবে সন্ধে ৬টার পর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। গুগল সূত্রে সংবাদমাধ্যমের খবর, গুগলের সার্ভারে সমস্যার কারণেই পরিষেবা অতক্ষণ  ব্যাহত হয়। 

Find Out More:

Related Articles:

Unable to Load More