সর্বোচ্চ বার ২০-এর বেশি উইকেট নিয়ে নজির গড়লেন যজুবেন্দ্র চাহাল। এ দিন পঞ্জাবের বিরুদ্ধে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি এ বার আইপিএলে তাঁর মোট উইকেট সংখ্যা দাঁড়াল ২২। সেই সঙ্গেই তিনি গড়ে ফেললেন নয়া নজির। যুজিই প্রথম প্লেয়ার, যিনি সবচেয়ে বেশি বার আইপিএলে এক সিজনে ২০-এর বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন। মোট ৪ মরশুমে তিনি ২০-এর বেশি উইকেট নিয়েছেন। ২০১৫, ২০১৬, ২০২০ এবং ২০২২- এই চার মরশুমে তিনি ২০-এর বেশি উইকেট নিয়েছেন। এই নজির নেই অন্য কোনও বোলারের। শনিবার আইপিএলের (IPL 2022) ৫২ নম্বর ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়েতে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস (Punjab Kings) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। পঞ্জাব প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে। এই ম্যাচে চাহাল চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৮ রান দিয়ে তিন উইকেট তুলে নেন চাহাল। এর সঙ্গেই চাহালের ঝুলিতে এই মরশুমে চলে এল ২২ উইকেট।
অন্যদিকে, চলতি আইপিএলের (IPL 2022) ৫২ নম্বর ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়েতে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস (Punjab Kings) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই ম্যাচে রাজস্থানের ওপেনার জস বাটলার অনন্য আইপিএল রেকর্ড করে ফেললেন। এদিন পঞ্জাবের ১৮৯ রান তাড়া করতে নেমে বাটলার ১৬ বলে ৩০ রানে আউট হয়ে যান ঠিকই, কিন্তু ইতিহাস লিখেই ফিরলেন তিনি। ব্রিটিশ উইকেটকিপার-ব্যাটার এখন ক্রোড়পতি লিগের যুগ্ম দ্রুততম ব্যাটার হিসাবে এক মরশুমে ৬০০-র বেশি রান করে ফেললেন। ১১ ম্যাচে বাটলার করে ফেলেলেন ৬১৮ রান।