কলকাতা পুলিশ কমিশনার সৌমেন, অনুজ বদলি গোয়েন্দা বিভাগে

A G Bengali
আবার কলকাতার পুলিশ কমিশনারের পদে সৌমেন মিত্র। পাঁচ বছর আগে বিধানসভা ভোটের মুখে তৎকালীন কমিশনার রাজীব কুমারকে সরিয়ে সৌমেনকে সেই দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। ১৩ এপ্রিল, ২০১৬ দায়িত্ব নেন সৌমেন। কড়া হাতে কলকাতায় ভোট পরিচালনা করে সেই সময় সুনাম কুড়িয়েছিলেন তিনি। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে সৌমেনের হাতেই কলকাতার আইনশৃঙ্খলার দায়িত্ব তুলে দিল রাজ্য।
গত বিধানসভা ভোটের আগে সৌমেনকে কমিশন নিয়ে এলেও, ভোটের ফল বেরনো মাত্র রাজীবকে ফের কমিশনার পদে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, রাজীবকে কমিশনের সরিয়ে দেওয়াটা ভাল ভাবে নেননি তিনি। রাজীব-সহ কয়েক জন ঘনিষ্ট অফিসারকে বদলি করে দেওয়ায় নির্বাচন কমিশনের উপরে তোপও দেগেছিলেন তিনি। ভোট পর্ব মিটতেই তাই আর দেরি করেননি মমতা। ২৭ মে দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। তার আগে ২১ মে সৌমেনকে সরিয়ে লালবাজারের মাথায় ফিরিয়ে এনেছিলেন রাজীবকে। সৌমেন মিত্রকে পাঠানো হয় এডিজি (প্রশিক্ষণ) পদে। গত বিধানসভা ভোটের আগে সৌমেনকে কমিশন নিয়ে এলেও, ভোটের ফল বেরনো মাত্র রাজীবকে ফের কমিশনার পদে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, রাজীবকে কমিশনের সরিয়ে দেওয়াটা ভাল ভাবে নেননি তিনি। রাজীব-সহ কয়েক জন ঘনিষ্ট অফিসারকে বদলি করে দেওয়ায় নির্বাচন কমিশনের উপরে তোপও দেগেছিলেন তিনি। ভোট পর্ব মিটতেই তাই আর দেরি করেননি মমতা। ২৭ মে দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। তার আগে ২১ মে সৌমেনকে সরিয়ে লালবাজারের মাথায় ফিরিয়ে এনেছিলেন রাজীবকে। সৌমেন মিত্রকে পাঠানো হয় এডিজি (প্রশিক্ষণ) পদে। 

Find Out More:

Related Articles: