বিরাটদের বিরুদ্ধে বুধবার নামার আগে চিন্তায় বাংলাদেশের কোচ

A G Bengali
মঙ্গলবার অর্থাৎ আজ লুসেল স্টেডিয়ামে মুখোমুখি আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া (Argentina vs Croatia)। যে জিতবে, সেই পৌঁছে যাবে ফাইনালে। এহেন হেভিওয়েট ম্যাচে দেখার অনুমতি নেই সাকিব আল হাসান অ্যান্ড কোংয়ের (Shakib Al Hasan)। এমনটাই নিদান বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোর (Russell Domingo)। ম্যাচের আগের দিন এই নিয়েই চিন্তায় ডোমিঙ্গো। তিনি মনে করেন রাত ৩টে পর্যন্ত জেগে খেলা দেখা খুব বোকার মতো সিদ্ধান্ত। শাকিব আল হাসানরা রাত পর্যন্ত খেলা দেখবেন কি না জানতে চাওয়া হলে ডোমিঙ্গো বলেন, “না, ওদের ঘুমোতে হবে। ভোর ৩টে পর্যন্ত খেলা দেখে, পর দিন সকাল ৯.৩০ মিনিটে শুরু হওয়া টেস্ট খেলা সম্ভব নয়। কেউ যদি এটা করে তা হলে সে বোকামো করবে।”

চোটের জন্য এই টেস্টে দলের বাইরে ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর বদলে নেতৃত্বে কেএল রাহুল। গত রবিবার জাতীয় সিনিয়র দলের নির্বাচকরা এই টেস্টের জন্য দল ঘোষণা করে দিয়েছেন। ফাস্টবোলার মহম্মদ শামি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা চোট সারিয়ে পুরোপুরি সেরে ওঠেনি এখনও। শামিকে কাঁধ ও জাদেজাকে হাঁটু ভোগাচ্ছে। ফলে শামি-জাদেজা টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁদের পরিবর্তে নবদীপ সাইনি ও সৌরভ কুমার এসেছেন। এর পাশাপাশি জোরে বোলার জয়দেব উনাদকাটকেও দলে নেওয়া হয়েছে।  এক দিনের সিরিজ় জিতে নিয়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে জিতে নেন শাকিবরা। টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে নেই রোহিত শর্মা। তাঁর জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। বাংলাদেশ দলের অধিনায়ক শাকিব আল হাসান। সাদা বলের সিরিজ়ের শেষ ম্যাচে খেলতে পারেননি রোহিত। তাঁর আঙুলে চোট রয়েছে। চোটের কারণে এই সিরিজ়ে খেলতে পারছেন না মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজা। তাঁদের জায়গায় দলে এসেছেন নবদীপ সাইনি, জয়দেব উনাদকট এবং সৌরভ কুমার। রোহিতের বদলে নেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরনকে।

Find Out More:

Related Articles: