মঙ্গলবার অনুষ্ঠানিক ভাবে বিদায় জানানোর পালা । এ দিন বার্ষিক সাধারণ সভায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় বোর্ডের সভাপতির দায়িত্ব নেবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনি। তার আগে মঙ্গলবার বোর্ডের সভায় যোগ দিলেন তিনি। রয়েছেন জয় শাহও। এই বৈঠকে সদস্যরা আলোচনা করবেন যে বিসিসিআই তরফ থেকে আইসিসি চেয়ারম্যান পদের জন্য প্রার্থী দেওয়া হবে নাকি। এই বৈঠকেই ঠিক হবে বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলিকে সমর্থন করা হবে নাকি। আইসিসি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হল ২০ অক্টোবর। ১১ থেকে ১৩ নভেম্বর মেলবোর্নে আইসিসি বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) ছিটকে যাওয়া ভারতীয় দলের কাছে বড় ফ্যাক্টর হবে। এমনটাই মনে করেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। যদিও মাস্টার ব্লাস্টারের দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) মহম্মদ শামি (Mohammed Shami) তাঁর সতীর্থ বুমরার যোগ্য বিকল্প হওয়ার ক্ষমতা রাখেন। সংবাদ সংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছেন 'গড অফ ক্রিকেট'। ওয়ার্ম আপ ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তবে সবাই জানে আসল লড়াই শুরু হবে ২৩ অক্টোবর থেকে। উদ্বোধনী ম্যাচেই ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তান (Pakistan)। তাই আসল লড়াই শুরু হওয়ার আগে রোহিত শর্মাকে (Rohit Sharma) বিশেষ পরামর্শ দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সচিন বলেছেন, 'চোটের জন্য বুমরার না থাকা বড় ক্ষতি। ও ভারতের প্রধান স্ট্রাইক বোলার। বুমরা ব্যাটারদের উপর দাপট দেখাতে পারে। তবে শামি অনেকদিন পর মাঠে নেমেই প্রমাণ করে দিল যে, ওই বুমরার আদর্শ পরিবর্ত।' শামির পাশাপাশি তরুণ বাঁহাতি জোরে বোলার অর্শদীপ সিংকে নিয়েও মুগ্ধ সচিন। তিনি যোগ করেছেন, 'অর্শদীপ পরিকল্পনা নিয়ে মাঠে নামে। এই ফরম্যাটে প্ল্যানিং বজায় রেখে বল করা খুবই গুরুত্বপূর্ণ।'