জানা গিয়েছে, ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে হবে আইপিএলের নিলাম। তার আগে ১৫ নভেম্বরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে। গত নিলামের পরে কয়েক জন ক্রিকেটার চোট পেয়েছিলেন। তাঁদের বদলি ক্রিকেটার নেওয়া হয়েছিল। এই নিলামের আগে জানাতে হবে, আগের ক্রিকেটার না তাঁদের পরিবর্ত ক্রিকেটার, কাকে ধরে রাখতে চাইছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে আগের বারের মতো মেগা নিলাম এটি নয়। অপেক্ষাকৃত ছোট নিলাম। আগের বারের নিলামের পরে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে যত টাকা বেঁচে ছিল তার সঙ্গে আরও পাঁচ কোটি টাকা নিয়ে এই নিলামে নামা যাবে। অর্থাৎ, নিজেদের দলের ফাঁকফোকর ভরাট করার একটি সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
অন্যদিকে, আর কয়েক ঘণ্টা পরেই হয়তো তাঁর হাতে উঠতে চলেছে ব্যালন ডি’অর পুরস্কার। তার আগে আজকের এল ক্লাসিকোর রাত রাঙালেন করিম করিম বেঞ্জেমা। এই ফরাসি সুপারস্টারের গোলে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ রবিবার চিরশত্রু বার্সেলোনাকে হারিয়ে দিল ৩-১ ব্যবধানে। দলের হয়ে বাকি দুই গোল করেন ফেড্রিকো ভালভার্দে ও রদ্রিগো। সমান পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থানে ছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রবিবারের এল ক্লাসিকো ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াই। সেই ম্যাচে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। মরসুমের প্রথম মহারণ জিতে নিয়ে সমর্থকদের ক্ষতে প্রলেপ দিল কার্লোস আন্সেলোত্তির দল। গত মরশুমের শেষ এল ক্লাসিকোতে ঘরের মাঠে ৪-০ ফলে হেরেছিল রিয়াল। এবার জাভির দলকে হারিয়ে বদলা নিল করিম বেঞ্জেমার দল। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই দুই গোল খেয়ে বসে বার্সেলোনা। ১১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে রিয়ালকে এগিয়ে দেন করিম বেঞ্জেমা। বার্সেলোনা আক্রমণে উঠলে সেটা প্রতিহত করে বল দখলে নেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর কাছ থেকে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি বেঞ্জেমা।