শামির বদলে দলে উমেশ

A G Bengali
মহম্মদ শামির (Mohammed Shami) আন্তর্জাতিক টি-২০ প্রত্যাবর্তনে বেশ বড় রকমের বড় ধাক্কা খেয়েছে। করোনা (COVID 19) আক্রান্ত হওয়ায় 'সহেসপুর এক্সপ্রেস'-এর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলা হবে না! বিসিসিআই (BCCI) মেইল মারফত শামির অনুপস্থিতির কথা জানিয়ে দিয়েছে। মঙ্গলবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ইতিমধ্যেই দল পৌঁছে গিয়েছে ওখানে। ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকও করে ফেললেন। শামির পরিবর্ত হিসাবে চেতন শর্মার নির্বাচক কমিটি বেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেছে নিয়েছে উমেশ যাদবকে (Umesh Yadav)।

রবিবার সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, “শামির মতো উমেশও দীর্ঘ দিন ধরে বোলিং করছে। কোন ফরম্যাটের দলে ওরা সুযোগ পেল, সেটা নিয়ে বিশেষ ভাবনাচিন্তা করতে হয় না। ওরা যে ফরম্যাটে খেলেছে সেখানেই নিজেদের প্রমাণ করেছে। ওদের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। নতুন কাউকে নেওয়া হলে ভাবতে হত। তবে উমেশ বা শামির মতো ক্রিকেটার ফিট থাকলে যে কোনও মুহূর্তে ওদের দলে নেওয়া হতে পারে।” কেকেআরের হয়ে গত আইপিএলে ভাল খেলেছেন উমেশ। ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। সেই পারফরফম্যান্সই ভারতীয় দলে তাঁকে সুযোগ পেতে সাহায্য করেছে বলে জানিয়েছেন রোহিত। তাঁর কথায়, “ওদের ছন্দের দিকে বিশেষ তাকানোর দরকার নেই। আমরা সবাই দেখেছি আইপিএলে উমেশ কত ভাল বল করেছে। জোরে বল করতে পারে, স্যুইং করাতে পারে। মনে হয়েছে আমাদের দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে ও। তাই বেশি আলোচনা করার দরকার পড়েনি। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা অনেক ক্রিকেটারকে সুযোগ দিয়েছি। এ বার কী ভাবে সামনের দিকে এগোতে চাই, সে সম্পর্কেও স্পষ্ট ধারণা হয়েছে আমাদের।”

Find Out More:

Related Articles: