পাকিস্তান জেতায় বিদায় ভারতের

A G Bengali
নবির দল যদি বাবর ব্রিগেডকে হারিয়ে দিতে পারে, তাহলে এশিয়া কাপে সরু সুতোয় টিকে থাকবে ভারতের ভাগ্য। আর এর উল্টোটা ঘটলেই এশিয়া কাপে ভারতের অভিযান এবারের মতো 'দ্য এন্ড'। এরপর আর কোনও রকমের সমীকরণই কাজ করবে না। ফলে আপামোর ভারতীয় সমর্থকরা এদিন রশিদ-নবিদের দলকেই সমর্থন করেছিলেন। কিন্তু কাজে এল না ভারতীয়দের প্রার্থনা। পাকিস্তান ৪ বল বাকি থাকতেই ১ উইকেটে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয়। সুপার ফোরে পরপর ২ ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে এখন শ্রীলঙ্কা একে, পাকিস্তান দুয়ে। নেট রান রেটের বিচারে দাসুন শনাকার দ্বীপরাষ্ট্রের দেশ এগিয়ে। শ্রীলঙ্কার নেট রান রেট ০.৩৫১ ও পাকিস্তানের ০.২৪১। আগামী ১১ সেপ্টেম্বর এশিয়া কাপের মেগাফাইনাল। সুপার ফোরের সেরা দুই দল মুখোমুখি হবে খেতাবি লড়াইয়ে। অর্থাৎ ফাইনাল খেলবে শ্রীলঙ্কা-পাকিস্তান।

অন্যদিকে, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে জিতিয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন জোরে বোলার নাসিম শাহ। কিন্তু উইকেট নিয়ে নয়, ব্যাট হাতে। এশিয়া কাপের সুপার ফোর-এ আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওভারের প্রথম দু’বলে দু’টি ছক্কা মারেন নাসিম। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার যিনি ১০ বা ১১ নম্বরে ব্যাট করতে নেমে দু’বলে দু’টি ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন। শেষ ওভারের প্রথম বলে আফগান বোলার ফজলহক ফারুকিকে লং অফের উপর দিয়ে ছক্কা মারেন নাসিম। পরের বলটা যেন আগের বলের রিপ্লে। একই ভাবে লং অফের উপর দিয়ে ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন তিনি। চার বলে ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ব্যাট হাতে ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে তোলেন নাসিম।

Find Out More:

Related Articles: