এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ আরও ২ বার হতে পারে! কীভাবে জানুন

A G Bengali
এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। তবে এখানেই শেষ নয়, এশিয়া কাপে আরও ২ বার ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। কীভাবে? তিন দলের গ্রুপ পর্ব থেকে দু’টি করে দল সুপার ফোরে উঠবে। পাকিস্তানকে হারিয়ে তাই পরের পর্বে যাওয়া প্রায় নিশ্চিত ভারতের। কারণ গ্রুপের তৃতীয় দলটি হংকং। আশা করা যায় এই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ভারত এবং পাকিস্তান দুই দলই জিতবে। সে ক্ষেত্রে তিন দলের গ্রুপ থেকে ভারত এবং পাকিস্তান পরের পর্বে যাবে ধরে নেওয়া যায়। সুপার ফোরে সব দল একে অপরের বিরুদ্ধে খেলবে। স্বাভাবিক ভাবেই ভারত এবং পাকিস্তানও খেলবে। সে ক্ষেত্রে এই ম্যাচ হবে আগামী রবিবার, ৪ সেপ্টেম্বর। শুধু সুপার ফোর নয়, ভারত পাকিস্তান ম্যাচ হতে পারে ফাইনালেও। সুপার ফোরের সেরা দুই দল ফাইনালে উঠবে। যদি সেই তালিকায় ভারত এবং পাকিস্তান থাকে তা হলে দুই দল ১১ সেপ্টেম্বর ফাইনালে ফের মুখোমুখি হবে।

অন্যদিকে, এশিয়া কাপে (Asia Cup 2022) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ১৪৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে একসময়ে চাপে পড়ে গিয়েছিল ভারত (Team India)। পরপর উইকেট হারিয়ে সহজ ম্যাচ কঠিন করে ফেলেন ভারতীয় ব্যাটাররা। সেই সময় জুটি বেঁধে ম্যাচের হাল ধরেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। শেষ ওভারে আউট হয়ে গেলেও ম্যাচ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাড্ডু। ২৯ বলে ৩৫ রান করেন তিনি। এরপর ম্যাচ শেষে তাঁকে সঞ্জয় মঞ্জরেকরের (Sanjay Manjrekar) মুখোমুখি হতে হল। ২০১৯ সালের একদিনের বিশ্বকাপের সময়ে জাদেজাকে 'বিটস অ্যান্ড পিসেস' খেলোয়াড় হিসাবে কটাক্ষ করেছিলেন মঞ্জরেকর। তাঁকে পালটা জবাব দিয়েছিলেন জাদেজাও। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বাঁ হাতি জাদেজা।

Find Out More:

Related Articles: