শিখর ধবন ও শুভমন গিল এই দুই ব্যাটারের দাপটে ১০ উইকেটে জিতল ভারত। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। প্রথম থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন দীপক চাহার ও মহম্মদ সিরাজ। দীর্ঘ দিন পরে চাহার খেলতে নামলেও দেখে মনে হল না কোনও সমস্যা হচ্ছে। দু’দিকে সুইং করাচ্ছিলেন তিনি। ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন জিম্বাবোয়ের ব্যাটাররা। কাইয়া, মারুমানি, মাধেভেরে, উইলিয়ামস কেউ রান পাননি। মাত্র ৩১ রানে ৪ উইকেট পড়ে যায় তাদের। জিম্বাবোয়ের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলা সিকন্দর রাজাও রান পাননি। অধিনায়ক চাকাভা ৩৫ রান করেন। শেষ দিকে ব্র্যাড ইভান্স ৩৩ ও এনগারাভা ৩৪ রান করেন। ৪০.৩ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। ভারতের হয়ে চাহার, প্রসিদ্ধ ও অক্ষর তিনটি করে উইকেট নেন।
অন্যদিকে, বিরাট কোহলি (Virat Kohli) ভুল করেছিলেন। হয়তো কোহলির সেই 'বিরাট' ভুল থেকে শিক্ষা নিলেন কেএল রাহুল (KL Rahul। জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নিয়মমাফিক জাতীয় সংগীত (National Anthem) শুরু হওয়ার ঠিক আগে মুখ থেকে চুইংগাম ফেলে দেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। বছরের শুরুতেই কেপটাউনে দক্ষিণ আফ্রিকার (South Africa) মধ্যে তৃতীয় একদিনের ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময়ে এমন কাণ্ড ঘটিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ফলে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বিরাট। তবে রাহুল সেই ভুল করেননি। আর এতেই তিনি সকলের মন জয় করে নেন। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল।