গত ৩০ জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজের দল ঘোষণা করেছিল বিসিসিআই। বিশ্রাম দেওয়া হয়েছিল অধিনায়ক রোহিত শর্মাকে। পরিবর্ত অধিনায়ক হিসাবে ধাওয়ানের নাম ঘোষণা করা হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত এক দিনের সিরিজেও অধিনায়ক ছিলেন ধবন। কিন্তু সিরিজ শুরুর আগেই রাহুলকে নতুন নেতা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। জিম্বাবোয়ে সফরে ভারতের অধিনায়ক কেএল রাহুল। সহ-অধিনায়ক করা হলো শিখর ধাওয়ানকে।
রাহুলের জিম্বাবোয়ে সফরেই ভারতীয় দলে প্রত্যাবর্তনের কথা ছিল! কিন্তু রাহুলকে বাদ দিয়েই দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। অস্ত্রোপচারের পর রাহুল ফিট হতে পারেননি বলেই জানা গিয়েছিল? এমনকী ওয়েস্ট ইন্ডিডের পাঁচ ম্যাচের টি-২০ সিরিজেও খেলার কথা ছিল রাহুলের। রাহুল নিজের চোটের প্রসঙ্গে ট্যুইটারে লিখেছিলেন, 'আমার স্বাস্থ্য এবং ফিটনেসের বিষয়ে কয়েকটি বিষয় পরিষ্কার করে দিতে চাই। গত জুনে আমার অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছিল। আমি ট্রেনিংও শুরু করে দিই। আশা করেছিলাম ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে থাকব। কিন্তু পুরোপুরি ফিটনেসে ফেরার সময়েই আমার করোনা রিপোর্ট পজিটিভ আসে। স্বাভাবিক ভাবেই কিছু বিষয় কয়েক সপ্তাহের জন্য পিছিয়ে যায়। আমি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার চেষ্টা করছি। নিজেকে নির্বাচনের জন্য তৈরি রাখছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই আমার কাছে সর্বোচ্চ সম্মানের বিষয়। নীল জার্সিতে খেলতে নামার জন্য তর সইছে না আমার। দ্রুত দেখা হবে।' এশিয়া কাপের জন্য ভারত সদ্যই যে, ১৫ সদস্যের দল বেছে নিয়েছিল, সেই দল রাহুলকে নিয়েই করা হয়েছিল। এখন দেখার রাহুল চোট সারিয়ে উঠে জিম্বাবোয়ে সফরে কেমন পারফর্ম করেন।