দেশের মাটিতে ভারতের অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার সফরসূচী

A G Bengali
কুড়ি ওভারের বিশ্বযুদ্ধের আগে রোহিত শর্মারা নিজেদের ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নেবেন। সীমিত ওভারের ক্রিকেট খেলতে ভারতে আসছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বুধবার বিসিসিআই (BCCI) সূচি ঘোষণা করে দিল। অস্ট্রেলিয়া আসছে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে। দক্ষিণ আফ্রিকা খেলবে তিন ম্যাচের টি-২০ ও সমসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ। দেখে নিন সফরসূচী-

অস্ট্রেলিয়া-ইন্ডিয়া তিন ম্যাচের টি-২০ সিরিজের সূচি:
প্রথম টি-২০:  ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার), মোহালি
দ্বিতীয় টি-২০: ২৩ সেপ্টেম্বর (শুক্রবার), নাগপুর
তৃতীয় টি-২০:  ২৫ সেপ্টেম্বর (শনিবার),  হায়দরাবাদ
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত তিন ম্যাচের টি-২০ সিরিজের সূচি:
প্রথম টি-২০:  ২৮ সেপ্টেম্বর  (বুধবার), তিরুঅনন্তপুরম
দ্বিতীয় টি-২০:    ২ অক্টোবর  (রবিবার), গুয়াহাটি
তৃতীয় টি-২০:    ৪  অক্টোবর  (মঙ্গলবার), ইন্দোর
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে:  ৬ অক্টোবর (বৃহস্পতিবার), লখনউ
দ্বিতীয় ওয়ানডে: ৯ অক্টোবর (রবিবার),  রাঁচি
তৃতীয় ওয়ানডে:  ১১ অক্টোবর (মঙ্গলবার), নয়াদিল্লি

অন্যদিকে, সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ব্যাট করার সময়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা পিঠে খিঁচ লাগে। যার জেরে ১১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন তিনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে যে, ‘মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন রোহিত।’ তবে সূত্রের খবর, রোহিত সম্ভবত খেলতে পারবন। রোহিত আশা প্রকাশ করেছেন যে, তিনি শনিবার ফ্লোরিডায় অনুষ্ঠিত চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের সম্ভবত খেলতে পারবেন। ৬ এবং ৭ অগস্ট সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ হবে ফ্লোরিডায়। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকার পর রোহিত বলেছেন, ‘(আমার শরীর) এই মুহূর্তে ভালো লাগছে। আমাদের সামনের ম্যাচের কয়েক দিন আছে তাই আমি সম্ভবত ভালো থাকব।’

Find Out More:

Related Articles: