তৃতীয় ম্যাচের সময় বদলে গেল

A G Bengali
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম ম্যাচ জিতলেও সোমবার রাতে হারতে হয়েছে ভারতকে। মঙ্গলবার তৃতীয় ম্যাচ খেলতে নামবে দুই দল। সেই ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী শুরু হওয়ার কথা ছিল রাত আটটায়। কিন্তু পিছিয়ে যাচ্ছে ম্যাচের সময়। সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেরিতে শুরু হয়। ক্রিকেটারদের ব্যাগ ঠিক সময় না আসায় খেলা শুরু করা যায়নি। সোমবার রাত আটটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচ শুরু হয় রাত এগারোটায়। মঙ্গলবার ফের খেলতে নামবে দুই দেশ। ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্যই দেরিতে শুরু হবে ম্যাচ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার খেলা শুরু হবে দুপুর ১২টায় (ভারতীয় সময় রাত সাড়ে ন’টা)। সেন্ট কিটসে হবে এই ম্যাচ।

পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর রোহিত শর্মা যথারীতি একই রকম অজুহাত ঘ্যানঘ্যান করে দিয়েছেন। ভারতের ব্যাটিং লাইন আফ ব্যর্থ হওয়ার পাশাপাশি শেষ ওভারে আবেশ খানকে বল করতে পাঠানো নিয়েও উঠেছে প্রশ্ন। শেষ ওভারে ১০ রান দরকার ছিল। অনভিজ্ঞ আবেশকে বল তুলে দেওয়া হলে, প্রথম বলটি তিনি নো করেন। পরের ২টি বলে যথাক্রমে ৬ আর ৪ হাঁকিয়ে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। আবেশ সামান্য কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ভারতের হয়ে কেউ হাফ সেঞ্চুরিও করতে পারেননি সোমবার। সর্বোচ্চ রান করেছেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর সংগ্রহ ৩১। বাকিদের অবস্থা তথৈবচ। ৪০ রানে ৩ উইকেট আর ৬১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেছিল ভারত। রোহিত শর্মা (০), সূর্যকুমার যাদব (১১), শ্রেয়স আইয়ার (১০) প্রথম তিন ব্যাটার একেবারে ল্যাজেগোবরে হন। পন্ত হাল ধরার চেষ্টা করলেও, ২৪ রানে আউট হয়ে যান। দ্বিতীয় সর্বোচ্চ রবীন্দ্র জাদেজার ২৭। অশ্বিন ১০ করেছেন। বাকিদের স্কোর দুই অঙ্কের ঘরে পৌঁছায়নি। যার জেরে ১৯.৪ ওভারে মাত্র ১৩৮ রানে অল আউট হয়ে যায় ভারত। ওবেদ ম্যাকয়ে একাই ৬ উইকেট তুলে নেন।

Find Out More:

Related Articles: