মিতালির রেকর্ড ভাঙলেন মান্ধানা

A G Bengali
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর পাকিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত। বিসমা মারুফদের বিরুদ্ধে ১১.৪ ওভারেই ১০২ রান তুলল ভারত। পর পর দুই ম্যাচ হেরে চাপে বিসমারা। জয়ের জন্য প্রয়োজনীয় রানে পৌঁছতে কোনও বেগই পেতে হল না ভারতকে। আগ্রাসী মেজাজে শুরু করেন দুই ওপেনার স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মা। বেশি আগ্রাসী ছিলেন সহ-অধিনায়ক মন্ধানা। দুই ওপেনার মাত্র ৫ ওভারেই তুলে নেন ৫২ রান। এর পর ভারতের জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা। তাতেও আগ্রাসী মেজাজের কোনও পরিবর্তন হয়নি ভারতের ব্যাটারদের। নেট রান রেট ভাল রাখার লক্ষ্য নিয়ে পাক শাসন অব্যাহত রাখেন তাঁরা। ৯ বলে ১৬ রান করে শেফালি আউট হওয়ার পরেও শুরু ছন্দই ধরে রেখেছিলেন মন্ধানা। সেই মেজাজেই পূর্ণ করলেন অর্ধশতরান। মাঠ ছাড়লেন দলকে জিতিয়ে।

আর সেই সঙ্গে ভারতের হয়ে রান তাড়া করার সময়তে ১০০০+ রান গড়ার নজির গড়লেন মন্ধানা। পিছনে ফেলে দিলেন প্রাক্তন অধিনায়িকা মিতালি রাজ এবং বর্তমান অধিনায়িকা হরমনপ্রীত কৌর। চলতি কমনওয়েলথ গেমসে মহিলা বিভাগের ক্রিকেটেই এই নজির গড়ে ফেললেন মন্ধানা। পাকিস্তানের বিরুদ্ধে বার্মিংহামে এই নজির গড়লেন তিনি। প্রসঙ্গত রবিবার পুল-এ'র ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান দুই দল। ম্যাচে পাকিস্তানকে কার্যত উড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে ভারতীয় দল। আর এই ম্যাচেই ব্যাট হাতে এক মারকুটে ইনিংস খেলে মন্ধানা গড়ে ফেললেন এই নয়া নজির।

Find Out More:

Related Articles: