বার্মিংহামে মঙ্গলবার শেষ হওয়া আইসিসির বার্ষিক সভায় বিডে সফল হয়েছে ভারতীয় বোর্ড। ২০২৫ সালের মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ হবে ভারতে। শেষ বার ভারতে মহিলাদের বিশ্বকাপের আসর বসেছিল ২০১৩ সালে। এ ছাড়া ২০২৪ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। পাশাপাশি ২০২৬ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ইংল্যান্ড। ২০২৭ সালের মহিলাদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে শ্রীলঙ্কায়। এই প্রতিযোগিতা প্রথম বার চালু হচ্ছে। ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বিবৃতিতে বলেছেন, ‘‘আইসিসি মহিলাদের ২০২৫ সালের বিশ্বকাপ আয়োজনে আমরা আগ্রহী ছিলাম। সেই দায়িত্ব পাওয়ায় আমরা খুব খুশি।’’
অন্যদিকে, অলিম্পিক্স সোনা জয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা (Abhinav Bindra) শুরু করেছেন পডকাস্ট। তাঁর 'ইন দ্য জোন' অনুষ্ঠানে অতিথি হিসাবে হাজির ছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বিরাট-রোহিতদের হেড কোচ ও কিংবদন্তি ক্রিকেটার এই অনুষ্ঠানে এক অজানা গল্প শোনালেন। 'দ্য ওয়াল' তাঁর জীবনের প্রথম স্কুল সেঞ্চুরি সংক্রান্ত একটি গল্প শোনালেন। দ্রাবিড় জানিয়েছেন সংবাদপত্রে তাঁর কীর্তি ছাপা তো হয়েছিল, তবে ভুল নামে! দ্রাবিড় হয়ে গিয়েছিল ডেভিড! সেই ঘটনার স্মৃতিচারণ করে দ্রাবিড় বলেন, "খবরের কাগজের সম্পাদক ভেবেছিলেন যে, বানান ভুল হয়েছে কোনও। কারণ দ্রাবিড় নামের কেউ হতে পারে না। ডেভিডই হবে। কারণ খুবই চেনা নাম ডেভিড। আমার কাছেও এটা শিক্ষণীয় ছিল। আমি বুঝেছিলাম যে, স্কুল ক্রিকেটে সেঞ্চুরি করে আমি সত্যিই খুশি এবং রোমাঞ্চিত হতে পারি ঠিকই, কিন্তু আমি এখনও পরিচিত নই। লোকে আমার নামই জানে না! তাদের আমার নামের ওপরই বিশ্বাস নেই। সেটাকে বদলাতে হয়।"