ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বেশি দূর এগিয়ে যেতে পারেননি বিরাট। ২৫ বলে ১৬ রান করে আউট হন তিনি। ইংল্যান্ডের ২৪৬ রান তাড়া করতে নেমে ভারত গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে। তিন ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত ১০ উইকেটে জিতেছিল। কিন্তু লর্ডসে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ইংরেজরা ১০০ রানে জিতে সিরিজ ১-১ করেছে। বিরাটের পাশে ফের দাঁড়ালেন ক্যাপ্টেন রোহিত শর্মা ( Rohit Sharma)। ভারত অধিনায়ক জানিয়ে দিলেন যে, বিরাট কঠিন সময়ে দল রয়েছে তাঁর পাশে।
আরও এক বার কোহলির পাশেই দাঁড়ালেন রোহিত। এক সাংবাদিক তাঁকে বলেন, ‘‘কোহলীকে নিয়ে তো নানারকম কথা হচ্ছে।’’ প্রসঙ্গ শুনেই বিরক্তি প্রকাশ করেন রোহিত। বলেন, ‘‘কেন এত কথা হচ্ছে বলুন তো! আমি কিছুই বুঝতে পারছি না। এক জন আমাদের জন্য এত রান করেছে। তার ছন্দ নিয়ে এত কথার কী রয়েছে? বিষয়টা আমি বুঝতেই পারছি না।’’ ভারত অধিনায়কের এই জবাবের পর আর এক সাংবাদিক ছন্দে না থাকা কোহলীকে নিয়ে দলের অবস্থানের প্রসঙ্গ তুললে রোহিত বলেন, ‘‘কোহলী অত্যন্ত উঁচু মানের ব্যাটার। দীর্ঘ দিন ধরে খেলছে। দলকে বহু ম্যাচ জিতিয়েছে। ওকে কোনও বাড়তি আশ্বাস দেওয়ার থাকতে পারে না। ওর খেলার মানের দিকে তাকান। সকলের জীবনেই খারাপ ছন্দ আসতে পারে। ও কত রান এবং কতগুলো শতরান করেছে দেখুন। কোহলীর গড় দেখুন।’’ রোহিতের বক্তব্য, সব ক্রিকেটারের জীবনেই খারাপ সময় এসেছে এবং আসবেও। এটা খুবই স্বাভাবিক। তাই কোহলীকে নিয়ে এত আলোচনার কিছু থাকতে পারে না।