নীরজের নয়া রেকর্ড

A G Bengali
ডায়মন্ড লিগে (Dimond League) নিজের কেরিয়ারের সেরা পারফরম্যান্স করলেন নীরজ চোপড়া। জ‌্যাভলিন ছুঁড়লেন ৮৯.৯৪ মিটার। সেটা নতুন করে নথিভুক্ত হল ভারতের (India) জাতীয় রেকর্ড হিসাবে। কিন্তু এ হেন পারফরম্যান্সের পরও লক্ষ্যপূরণ করতে পারলেন না ভারতীয় অ্যাথলিট। ডায়মন্ড লিগে তাঁর কাছে অধরা রইল সোনা। তাক লাগানো জ্যাভলিন থ্রো করার পর জিতলেন রুপো। নীরজ আগেই জানিয়েছিলেন, তাঁর লক্ষ‌্য ৯০ মিটার। কিন্তু অল্পের জন‌্য সেই লক্ষ‌্য পূরণ করতে না পারলেও জাতীয় রেকর্ড অবশ‌্য গড়েছেন নীরজ। বৃহস্পতিবার রাতে ডায়মন্ড লিগে প্রথমবারেই ৮৯.৯৪ মিটার জ‌্যাভলিন ছোঁড়েন নীরজ। এর আগে পাভো নুর্মিতে ৮৯.৩০ মিটার ছুঁড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন। এ বার সেই রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়লেন।

জাতীয় রেকর্ড গড়লেও সোনা জেতা হল না নীরজের। ডায়মন্ড লিগে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। গ্রেনেডার অ্যান্ডরসন পিটারস ৯০.৩১ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জিতে নেন। ব্রোঞ্জ পেয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি জ্যাভলিন ছোড়েন ৮৯.০৮ মিটার। ২০১৮ সালের পর প্রথম বার ডায়মন্ড লিগে নেমেছিলেন নীরজ। সে বার জুরিখে চতুর্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবারের আগে মোট সাত বার ডায়মন্ড লিগে অংশ নিলেও পদক ছিল না নীরজের। সেই আক্ষেপ মিটল অলিম্পিক্সে সোনাজয়ীয়ের। নীরজ জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য ৯০ মিটার দূরে জ্যাভলিন ছোড়া। বৃহস্পতিবার সেই লক্ষ্যের খুব কাছে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু লক্ষ্যপূরণ হল না। যদিও তাড়াহুড়ো করতে রাজি নন নীরজ। ধীরে ধীরে উন্নতি চাইছেন বলেই জানিয়েছেন তিনি।

Find Out More:

Related Articles: