দেশের হয়ে ফের ট্রফি জিতলেন মেসি

A G Bengali
বুধবার কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে হারিয়ে দিল ইউরো কাপ বিজয়ী ইটালিকে। কোপা আমেরিকার পর আবার দেশের হয়ে ট্রফি জিতলেন লিয়োনেল মেসি। ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। পর্তুগালের তারকা ফুটবলার দেশের হয়ে ইউরো কাপ এবং নেশন‌্স লিগ জিতেছেন। মেসি কোপা আমেরিকার পর ফাইনালিসিমাও জিতলেন। অর্থাৎ, দেশের হয়েও ট্রফির নিরিখেও সমান-সমান হয়ে গেলেন মেসি-রোনাল্ডো। বুধবার আর্জেন্টিনার হয়ে গোল করলেন লাউতারো মার্তিনেস, অ্যাঙ্খেল দি মারিয়া এবং পাওলো ডিবালা।

প্রসঙ্গত, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে (Wembley Stadium) ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি ইউরো চ্যাম্পিয়ন (Euro 2020) ইতালি (Italy) ও কোপা আমেরিকা ( Copa America 2021) জয়ী আর্জেন্টিনা। 'ফিনালিসিমা ২০২২' (Finalissima 2022) খেলেই ১৮ বছরের বর্ণাঢ্য কেরিয়ার শেষ করবেন কিয়েলিনি। কিছুদিন আগেই জুভেন্তাসের হয়ে ১৭ বছরের ক্লাব কেরিয়ারে ইতি টেনেছেন কিয়েলিনি। গতবছর ১১ জুলাই ওয়েম্বলি স্টেডিয়ামেই ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। তাই এই মাঠেই কিয়েলিনি ইতালির হয়ে শেষ ম্যাচ খেললেন। উয়েফার ওয়েবসাইটে নিজের বিদায়ী ম্যাচের প্রসঙ্গে কিয়েলিনি বলেন, "আর্জেন্টিনায় অসাধারণ সব ফুটবলার রয়েছে। তবে প্রথমেই মাথায় আসে মেসির নাম। এটাই স্বাভাবিক। কিন্তু ওর চারপাশে যারা খেলে ওরাও অসাধারণ। এটা দুর্ঘটনা যে ওরা আগে কোপা আমেরিকা জিততে পারেনি। মেসি ফুটবল আইকন। আমি এটা বলতে পারব না যে, ও সর্বকালের সেরা কি সেরা নয়! আমার কাছে এটা আনন্দের জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ আমি মেসির বিরুদ্ধে খেলতে নামছি। এর চেয়ে ভাল আর কীই বা হতে পারে! ছোটবেলায় দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। ১৮ বছরে ১০০ ম্যাচ খেলে দেশের অধিনায়কত্ব করেছি। গতবছর ওয়েম্বলিতে ইউরো কাপ জিতেছি। বলা যেতে পারে আইসিং অন দ্য কেক।"

Find Out More:

Related Articles: