লজ্জা! প্রথমে টেস্ট সিরিজ তারপর ওয়ান ডে সিরিজ। আজকের ম্যাচ দক্ষিণ আফ্রিকার কাছে নিছক একটা ম্যাচ হলেও ভারতের কাছে হোয়াইটওয়াশ থেকে বাঁচবার ম্যাচ। অন্তত শেষ ম্যাচ জিতে সম্মান রক্ষার ম্যাচ। তাই এদিন প্রথম একাদশ নিয়ে অবশ্যই রদবদল হবে ভারতের প্রথম একাদশে। রদবদল কেমন হতে পারে তার একটা সম্ভাব্য প্রথম একাদশের ছবি তুলে ধরার চেষ্টা করছে ইন্ডিয়া হেরাল্ড বাংলা। দেখে নিন কেমন হতে পারে সম্ভাব্য প্রথম একাদশ।
ওপেনিং জুটি রান পয়েছে, অধিনায়ক হিসেবে ম্যাচ না জিতলেও ব্যাটে রান এসেছে কেএল রাহুলের। বিরাট কোহলির কাছে আরও একবার নিজের জাত চেনানোর লড়াই আছে আজকে। তারপর শ্রেয়াস আইয়ারকে আজকে প্রথম একাদশে না রাখার সম্ভাবনা বেশি। সেই জায়গায় সূর্যকুমার যাদবকে দলে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ঋষভ পন্থ দলে থাকবেন বলেই ধরে নেওয়া যায়। তবে ভেঙ্কটেশ আইয়ারকে আরও একটা সুযোগ দেওয়া হবে কি না সেটা নিয়ে আলচনা নিশ্চয় হবে। নাহলে সেই জায়গায় ঈশান কিসন ঢুকতেই পারে। তারপর শার্দুল ঠাকুর দলে থাকবেই। অলরাউন্ড পারফরম্যান্স দেখা গিয়েছে। ভূবনেশ্বক কুমারকে বসতে হতে পারে। কারণ, নিজের নামের প্রতি সুবিচার করেননি ভূবি। সেই জায়গায় দলে আসতে পারেন দীপক চাহার। জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হলে সিরাজ বা প্রসৃদ্ধ কৃষ্ণা গলে ঢুকতে পারে। অশ্বিন থাকবেন। যজুবেন্দ্র চাহালেরও দলে থাকার সম্ভাবনা বেশি।