ইংল্যান্ডের কোচ হয়ে কত টাকা বেতন পাবেন ম্যাককালাম

frame ইংল্যান্ডের কোচ হয়ে কত টাকা বেতন পাবেন ম্যাককালাম

A G Bengali
ইসিবির তরফে ঘোষণা করা হয়েছে ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হচ্ছেন। র্তমানে আইপিএল কোচিংয়ের সূত্রে নাইট রাইডার্স শিবিরে রয়েছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, ম্যাককালাম কেকেআরে কোচের পদ থেকে সরে দাঁড়াবেন আইপিএলের পরে। তারপরে সরাসরি ইংল্যান্ডে পাড়ি দেবেন। এই প্রথমবার কোনও দেশের জাতীয় ক্রিকেট দলে কোচিং করাবেন তিনি। অবসরের পরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে কোচিং কেরিয়ার শুরু। ২০২০-তে কেকেআরের কোচ হন। ম্যাককালামের কোচিংয়ে ত্রিনবাগো নাইট রাইডার্স খেতাব জিতলেও কেকেআর প্লে অফে উঠতে পারেনি ২০২০-তে। ২০২১-এ কেকেআর মরসুমের শুরুটা শোচনীয় করে। তবে আমিরশাহি পর্বে দারুণভাবে প্রত্যাবর্তন করে ফাইনাল পর্যন্ত পৌঁছে হয়। যদিও সিএসকের কাছে খেতাবি লড়াইয়ে ব্যর্থ হন নাইটরা। চলতি মরশুমে ১২ ম্যাচে ৫ জয় নিয়ে প্লে অফে ওঠার ক্ষীণ সম্ভাবনা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের।


কিন্তু ইংল্যান্ড টেস্ট দলের কোচ হয়ে কত টাকা বেতন পাবেন ম্যাককালাম ?


টেলিগ্রাফ.কো. ইউরো-র প্রতিবেদন অনুযায়ী, ম্যাককালাম ২ মিলিয়ন ইউরো পাবেন চার বছরে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১৮.৮৮ কোটি টাকা। শুধু টেস্ট দলেরই কোচ হচ্ছেন ম্যাককালাম। সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের পৃথক কোচ রয়েছে। গত এক বছর ধরে ইংল্যান্ড টেস্টে শোচনীয় ফর্মে রয়েছে। শেষ ১৭ টেস্টে এসেছে মাত্র একটি হয়। যে কারণে সিলভারউডের চাকরি যায়। গত মাসে জো রুটও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ইংল্যান্ডের নতুন টেস্ট ক্যাপ্টেন হচ্ছেন বেন স্টোকস। যিনি আবার জন্মসূত্রে নিউজিল্যান্ডের।

Find Out More:

Related Articles:

Unable to Load More