অধিনায়ক হিসেবে ধোনির নয়া রেকর্ড

A G Bengali
এ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুরুটা সত্যিই খুব খারাপ করেছে। যার জেরে রবীন্দ্র জাদেজা অধিনায়কত্ব থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এবং এমএস ধোনিকে আবার চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব তুলে দেওয়া হয়। এবং বৃহত্তর স্বার্থে রাজিও হয়ে যান ধোনি। আর এরপরই নতুন রেকর্ড। সবচেয়ে বয়স্ক ক্যাপ্টেন হিসেবে কোনও টি-টোয়েন্টি টিমের নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর বয়স এই মুহূর্তে ৪০ বছর ২৯৮ দিন। তিনি ভেঙে দেন রাহুল দ্রাবিড়ের রেকর্ডও। দ্রাবিড় ৪০ বছর ২৬৮ দিনে কোনও টি-টোয়েন্টি টিমকে নেতৃত্ব দিয়েছিলেন। সে দিক থেকে ধোনি টপকে গেলেন দ্রাবিড়কে। ৪০ বছর ১৩৫ দিনে সুনীল জোশি টি-টোয়েন্টি টিমকে নেতৃত্ব দিয়েছিলেন। অনিল কুম্বলে আবার ৩৯ বছর ৩৪২ দিনে কোনও টি-টোয়েন্টি টিমকে নেতৃত্ব দিয়েছিলেন। আর সৌরভ গঙ্গোপাধ্যায় ৩৯ বছর ৩১৬ দিনে কোনও টি-টোয়েন্টি টিমকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে সকলকে ছাপিয়ে বুড়ো অধিনায়ক হিসেবে শীর্ষে থাকল ধোনির নাম।

অন্যদিকে, আইপিএলের (IPL 2022) ৪৫ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals, DC) ও লখনউ সুপার জায়েন্টস ( Lucknow Super Giants, LSG)। রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে কেএল রাহুল (KL Rahul) অ্যান্ড কোং ঋষভ পন্থদের (Rishabh Pant) হারিয়ে প্লেঅফের আরও কাছে চলে গেল। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লখনউ এখন লিগের 'সেকেন্ড বয়'। ৯ ম্য়াচে ১৬ পয়েন্টের সৌজন্যে গুজরাত টাইটান্স (Gujarat Titans) শীর্ষে। চলতি আইপিএলের দুই অভিষেককারী টিমই এখন এক ও দুই নম্বরে।

Find Out More:

Related Articles: