কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৭ বলে অপরাজিত ৩৮ রান করার সুবাদে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে ঢুকে পড়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মা। দীপক হুডাকে পাঁচে নামিয়ে দিয়েছেন। ৩ ম্যাচে তাঁর সংগ্রহ ১২১ রান। সর্বোচ্চ ৬১। স্ট্রাইকরেট ১৬১.৩৩। গড় ৬০.৫০। তিলক বর্মার জন্য এক ধাপ নেমে গিয়েছেন দীপক হুডা। তিনি পাঁচে জায়গা পেয়েছেন। তিন ম্যাচে ১১৯ রান করেছেন লখনউ সুপার জায়েন্টসের ব্যাটার। স্ট্রাইক রেট ১৪৫.১২। সর্বোচ্চ ৫৫ রান করেছেন।
অন্যদিকে, টিম সাউদিকে বাদ দিয়ে গত ম্যাচে মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তিনি যখন ব্যাট করতে নামেন, ১০১ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে কেকেআর। তবে চাপে চুপসে না গিয়ে মাত্র ১৪ বলে অর্ধ শতরান করেন কামিন্স। আইপিএল-এর ইতিহাসে কে এল রাহুলের সঙ্গে যুগ্মভাবে দ্রুততম অর্ধ শতরান করে এই মুহূর্তে শীর্ষে এই অজি তারকা। শেষ পর্যন্ত ১৫ বলে ৫৬ রানে অপরাজিত রইলেন তিনি। তাঁর ইনিংস চারটি চার ও ছয়টি ছক্কা দিয়ে সাজানো ছিল। ৪১ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ফলে চার ওভার বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে চলে গেল কেকেআর। তবে এ বারের মরশুম মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে একেবারেই ভাল যাচ্ছে না। হারের হ্যাটট্রিক করে ইতিমধ্যেই কোণঠাসা রোহিত শর্মা (Rohit Sharma)। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে একটা সময় জেতার জায়গায় ছিল তাঁর দল। তবে প্যাট কামিন্সের (Pat Cummins) ১৫ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসের ঝড় সব হিসেব বদলে দিল। তাই ম্যাচ হেরেই মেজাজ গরম করলেন 'হিট ম্যান'। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হয়ে গিয়েছে।