ফের রেকর্ড গড়া হলো না রোহিত শর্মার

A G Bengali
এ দিন রাজস্থানের বিরুদ্ধে চলতি আইপিএল-এ (IPL 2022) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক আর ৬৪ রান করলেই, ভারতের (Team India) দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করতে পারতেন তিনি। 'হিট ম্যান'-এর আগে ভারতের হয়ে এই কীর্তি গড়েছেন 'কিং কোহলি'। কিন্তু এ দিন ৫ বলে ১০ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে রিয়ান পরাগকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ফলে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে ১০ হাজার পূর্ণ করতে রোহিতকে আরও ৫৪ রান করতে হবে। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪১ রানে আউট হন তিনি। রোহিত এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩৩১৩ রান, আইপিএল-এ ৫৬৬২ রান এবং ঘরোয়া টি-টোয়েন্টিতে ৯৬১ রান করেছেন। ফলে এই ফরম্যাটে এখন পর্যন্ত ৯৯৪৬ রান করেছেন তিনি । ফলে ১০,০০০ রান পূর্ণ করতে তাঁকে আরও ৫৪ রান করতে হবে। গত বছরের সেপ্টেম্বরে বিরাট আইপিএল-এর মঞ্চে ১০,০০০ রান পূর্ণ করেছিলেন।

অন্যদিকে, শনিবার বাটলার একাই হারিয়ে দিয়ে গেলেন রোহিত শর্মাদের। টস হেরে প্রথমে ব্যাট করলেও যে ম্যাচ জেতা সম্ভব সেটা দেখিয়ে দিচ্ছে রাজস্থান। দুই ম্যাচ জিতে লিগ শীর্ষে পৌঁছে গেল তারা। মুম্বই এখনও জয়ের মুখ দেখল না। বাটলারের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সবাল। মাত্র ১ রান করে ফিরে যান তিনি। তিন নম্বরে নেমে দেবদত্ত পাড়িক্কল করেন ৭ রান। দুই ব্যাটার কম রানে ফিরে গেলেও তত ক্ষণে বাটলার ঝড় শুরু হয়ে গিয়েছে। সঞ্জু নামার পর দু’জনে মিলে ৮২ রান যোগ করেন। ২১ বলে ৩০ রান করেন রাজস্থানের অধিনায়ক। হেটমেয়ার ১৪ বলে ৩৫ রান করেন। ১৯তম ওভারে বাটলার এবং হেটমেয়ারকে ফিরিয়ে দেন যশপ্রীত বুমরা। কিন্তু তত ক্ষণে মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান করে ফেলেছে রাজস্থান।

Find Out More:

Related Articles: