রুতুরাজ গাওকোয়াড়েকে নিয়ে আশাবাদী সুনীল গাভাসকার

A G Bengali
আগামিকাল থেকে শুরু হচ্ছে আইপিএল। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) কিন্তু 'ইয়েলো আর্মি'-র তরুণ ওপেনার রুতুরাজ গাওকোয়াড়ে (Ruturaj Gaikwad) মজে রয়েছেন। ২৫ বছরের তরুণের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কিংবদন্তি ক্রিকেটার। তিনি বলেছেন, "রুতুরাজ হল এমন একজন ক্রিকেটার, যার আলাদা ভাবে উন্নতি করার জন্য খুব বেশি কিছু করতে হবে না। অল্প কিছু জায়গাতেই উন্নতি করলে চলবে। ওর হাতে দুরন্ত সব শট রয়েছে। ক্রিকেট বইয়ের সব শটই খেলতে পারে ও। ওর সবচেয়ে ভাল লাগার দিক হল রুতুরাজ সঠিক শট বাছাই করে। ও সব শট দৃঢ়তার সঙ্গে খেলে। ভয় পেয়ে যায় না। দলের প্রয়োজনে ও লফ্টেড শট খেলতে ভয় পায় না। গত আইপিএল-এ ওর শট নির্বাচন খুব ভাল ছিল। তাই আলাদা করে ওর খেলায় কোনও পরিবর্তনের দরকার নেই।"

অন্যদিকে, গত বার চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএল ফাইনালে হেরেছিল কেকেআর। এ বারও প্রথম ম্যাচে সামনে তারাই। মাথায় কি প্রতিশোধ ঘুরছে। ম্যাকালাম হাসতে হাসতে বললেন, “প্রতিশোধ বলে কোনও শব্দ আমার অভিধানে নেই। আমরা দারুণ খেলেছিলাম ফাইনালে। চেন্নাইও ভাল খেলেছে। গত মরসুমে যা অর্জন করেছি তা নিয়ে গর্বিত। মাঝপথে যেখানে ছিলাম সেখান থেকে ফাইনালে পৌঁছনো সহজ কথা নয়। হয়তো জিতিনি, কিন্তু ভাল খেলেছি। চেন্নাইয়েও সম্প্রতি নেতৃত্বে বদল হয়েছে। রবীন্দ্র জাডেজা অধিনায়ক হয়েছে। তবে ওর পিছনে মহেন্দ্র সিংহ ধোনিও রয়েছে। জিতেই শুরু করতে চাই।”

Find Out More:

Related Articles: