স্টুডিও পাড়ায় প্রযোজনা সংস্থার অফিসে আগুন

frame স্টুডিও পাড়ায় প্রযোজনা সংস্থার অফিসে আগুন

A G Bengali
কুঁদঘাটের ২৬ নম্বর বাবুরাম ঘোষ রোডে একটি প্রযোজনা সংস্থার গোডাউনে এই আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৮টি ইঞ্জিন। শুরুতে ১৫টি ইঞ্জিন কাজ শুরু ওরে। পড়ে তা বাড়িয়ে ১৮ করা হয়। জানা গিয়েছে ভোর ৫.৩০ মিনিটে লাগে আগুন। সেই আগুন এখন কিছুটা নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে। আগুনের তাপে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঘটনাস্থলের আশেরপাশের প্রায় প্রতিটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে দেখা করছেন মন্ত্রী অরূপ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল বাহিনী আগুন লাগার প্রায় আধঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছয়। গুদামটিতে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা ছিল না বলেও জানিয়েছেন স্থানীয়রা।

শুরুতে ৮টি ইঞ্জিন কাজ করতে শুরু করে এবং তারপরে আরও ইঞ্জিন সেখানে নিয়ে এসে লুপে কাজ করা শুরু হয়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌছান এলাকার বিধায়ক এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। ঘটনাস্থলে পৌঁছে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। তাঁকে সামনে পেয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগ্রে দেন। তাদের দাবি দেরিতে পৌঁছেছে দমকল। মন্ত্রী জানিয়েছেন এলাকার বাসিন্দাদের অভিযোগের সত্যতা পড়ে খতিয়ে দেখা হবে। আগে আগুন নেভানোর কাজ হবে বলে জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে গোডাউনের পাঁচ থেকে সাতটি পকেটে এখনও আগুন জ্বলছে। যার মধ্যে দুটি পকেটে বশি আগুন রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই আগুনের উপর নিয়ন্ত্রন আনা গিয়েছে। যদিও আগুন সম্পুর্ণ নিয়ত্রণে আনতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। এই গোডাউনের বিভিন্ন দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। একটি অংশ ভেঙে পড়েছে এবং অন্য অংশ ভেঙে পরার সম্ভাবনা থাকায় সেখান থেকে এলাকাবাসীকে সরিয়ে দেওয়া হয়েছে। দমকলের তরফ থেকে সরকারি বক্তব্য জানা যায়নি এবং ফরেন্সিক তদন্ত না হওয়ায় কী কারণে এই আগুন লেগেছে তা জানা যায়নি। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে এবং বহু দাহ্য পদার্থ থাকায় তা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।


Find Out More:

Related Articles:

Unable to Load More