দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্কা রাহানে ( Ajinkya Rahane)। তাঁদের বাদ দিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া টেস্টের (India vs Sri Lanka Test series) জন্য দল বেছে নিয়েছেন নির্বাচকরা। এখন প্রশ্ন রাহানে-পূজারা কি ভবিষ্য়তে ভারতীয় দলে দেখা যাবে নাকি তাঁদের জন্য দরজা চির তরে বন্ধ হয়ে গেল? আগামিকাল ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টে (India vs Sri Lanka, 1st Test) মুখোমুখি। খেলা মোহালির পিসিএ স্টেডিয়ামে। বৃহস্পতিবার প্রথামাফিক প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভার্চুয়াল অনুষ্ঠানে রোহিত মিডিয়াকে জানিয়ে দিলেন পূজারা-রাহানে রয়েছেন ভবিষ্যতের পরিকল্পনায়! রোহিত এদিন বলেন, "দেখুন রাহানে-পূজারার জুতোয় যারা পা গলাবে তাদের জন্য কাজটা মোটেও সহজ হবে না। সত্যি বলতে আমিও জানি না ওদের জায়গায় কারা খেলবে। দেখুন রাহানে-পূজারা দলের জন্য যা করেছে, তা শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। এতগুলো বছরের কঠোর পরিশ্রম, ৮০-৯০ টি টেস্ট খেলার সঙ্গেই রয়েছে বিদেশের মাটিতে একাধিক টেস্ট জয়। ভারত যে টেস্টে এক নম্বর দল হয়েছে, তার নেপথ্যে এই দুয়ের বড় অবদান রয়েছে। দলের ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছেন রাহানে-পূজারা। এই সিরিজের পর তাদেরকে যে আর ভাবা হবে না এমনটা কোথাও লেখা নেই।"
অন্যদিকে, মোহালির টেস্ট বিরাট কোহলীর জীবনে অন্যতম মাইলফলক। শততম টেস্ট খেলতে নামলেন তিনি। ম্যাচ শুরুর আগে রাহুল দ্রাবিড়ের হাত থেকে স্মারক পেলেন বিরাট। সেই মুহূর্তে পাশে ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। গ্যালারিতে রয়েছেন বিরাটের দাদা বিকাশ কোহলীও। দল, সতীর্থদের আগে নিজের পরিবারের কথা উঠে এল বিরাটের মুখে। বিরাটের হাতে স্মারক তুলে দেওয়ার দ্রাবিড় বলেন, “এই সম্মান ওর প্রাপ্য, এটা ও অর্জন করে নিয়েছে। আমরা সাজঘরে যেমন বলি, এটাকে দ্বিগুণ করো।” ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার দ্রাবিড়। তাঁর হাত থেকে এই সম্মান পেয়ে খুশি বিরাটও। স্মারক হিসাবে একটি টুপি দেওয়া হয় বিরাটকে।