প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে দেখে নিন

A G Bengali
টি-২০ ক্রিকেটে সবচেয়ে ভয়ঙ্কর দল ওয়েস্ট ইন্ডিজ। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। আর আজ ইডেনে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ। সেই সঙ্গে সাদা বলের ক্রিকেটে নতুন শুরুও বলা যেতে ভারত অধিনায়ক রোহিত শর্মার জন্য। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ? এক নজরে দেখে নেওয়া যাক -

রোহিতের সঙ্গে ইশান কিষানই ওপেন করতে পারেন। আইপিএল-এর মেগা নিলামে সবচেয়ে বেশি ১৫ কোটি ২৫ লাখ টাকা পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তাই 'পকেট ডিনামাইট'কে কাজে লাগাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তিনে বিরাট কোহলি। টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরতে মরিয়া তিনি। অনুশীলনে কঠোর পরিশ্রম করেছেন বিরাট। তাঁর রানে ফেরার বিষয়ে আশাবীদী কোচ থেকে অধিনায়ক সকলেই। চারে শ্রেয়াস আইয়ার। এ বার কলকাতা নাইট রাইডার্সে নতুন ইনিংস শুরু করবেন শ্রেয়স। তিনিও নাইটদের ঘরের মাঠে নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছেন। পাঁচে সূর্যকুমার যাদব। একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছন্দে ছিলেন মিডল অর্ডার ব্য়াটার সূর্যকুমার যাদব। ইডেনে প্রথম একদিনের ম্য়াচে তাঁর সুযোগ পাওয়ার নিশ্চিৎ। মিডল দলের অন্যতম ভরসা তিনি। ছয়ে ঋষভ পন্থ। কেএল রাহুলের অনুপস্থিতিতে দলের সহ অধিনায়ক তিনি। কিপিং-এর সঙ্গে ব্য়াট হাতে জ্বলে ওঠার জন্যও মুখিয়ে রয়েছেন ঋষভ পন্থ।

আর বোলিং বিভাগের দিকে তাকালে দেখা যাবে - চোটের জন্য ওয়াশিংটন সুন্দর ছিটকে যাওয়ায় দলে সুযোগ পেয়েছেন চায়নাম্য়ান স্পিনার কুলদীপ যাদব। অক্ষর প্য়াটেলও চোটের কারণে দলের বাইরে। ফলে কুলদীপ যাদবের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে অনবদ্য বোলিং করেছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। তাকে সামলাতে রীতিমত হিমসিম খেতে হয়েছে ক্য়ারেবিয়ানদের। টি-টোয়েন্টি সিরিজেও নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া তিনি। দলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জায়গা পাওয়া নিশ্চিৎ শার্দুল ঠাকুরের। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি দারুণ কার্যকরী। এছাড়াও প্রয়োজনের সময় একাধিকবার ব্য়াট হাতেও দলকে রক্ষা করেছেন লর্ড শার্দুল। দীপক চাহার। বল দুই দিকেই সুইং করাতে পারেন তিনি। নতুন বলে দলকে সাফল্যও এনে দেন দীপক চাহার। প্রয়োজনে ব্য়াট হাতেও একাধিক উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন তিনি। দলে তৃতীয় পেসার হিসেবে সুযোগ পেতে পারেন সিরাজ। টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারে তাঁর স্লোয়ার কতটা কার্যকরী তা প্রমাণিত হয়েছে আইপিএল-এ। ভারতীয় দলেও সীমিত সুযোগে নিজেকে প্রমাণ করেছেন। আরও একবার নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন সিরাজ।

Find Out More:

Related Articles: