যুবরাজ সিং-এর পর দ্বিতীয় ভারতীয় প্লেয়ার হিসেবে নিলামে এত বেশি দাম উঠল ইশান কিষাণের জন্য। ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমান নাম দিল্লি ক্যাপিটাসল) ১৬ কোটি দিয়ে কিনেছিল যুবিকে। তার পর আইপিএল নিলামে ১৫.২৫ কোটিতে কোনও ভারতীয় প্লেয়ারকে কেনা হল। ইশান কিষাণকে নিয়ে যে আইপিএলের মেগা নিলামে দড়ি টানাটানি হবে, সে কথা জানাই ছিল। হলও সেটা। তাঁকে নিয়ে দীর্ঘ লড়াই চলে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটানস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে। কিন্তু ঘরের ছেলেকে ঘরে ফেরাতে মুম্বইকে খরচ করতে হল ১৫ কোটি ২৫ লক্ষ টাকা। ২ কোটি টাকার বেস প্রাইস ছিল ইশান কিষানের জন্য। তার পর সেই অঙ্ক ১৫ কোটি ছাড়িয়ে যায়।
নিলামের আগে তাঁকে ধরে না রাখলেও ঈশানকে কেনার জন্য প্রথমেই আগ্রহ দেখায় মুম্বই ইন্ডিয়ান্স। তাদের সঙ্গে লড়াই চলে পঞ্জাব কিংসের। ঈশানের দাম চড়চড় করে বাড়তে থাকে। ৭ কোটি ৭৫ লক্ষ পর্যন্ত যাওয়ার পরে রণে ভঙ্গ দেয় পঞ্জাব। তখনই লড়াইয়ে আসে গুজরাত টাইটানস। অন্য দিকে মুম্বই নিজেদের বি়ড করতে থাকে। দুই অঙ্কে চলে যায় ঈশানের দাম। ১৩ কোটি ৭৫ লক্ষ পর্যন্ত লড়াই চালায় গুজরাত । তার পরে জানিয়ে দেয় আর বিড করবে না। দেখে মনে হচ্ছিল এ বার মুম্বই কিনে নেবে ঈশানকে। কিন্তু সবাইকে চমকে দিয়ে মঞ্চে নামে সানরাইজার্স হায়দরাবাদ। আরও উঠতে থাকে দাম। শেষ পর্যন্ত ১৫ কোটি টাকাতে গিয়ে হার মানে হায়দরাবাদের দল। যে ভাবে মুম্বই বিড করছিল তাতে দেখে মনে হচ্ছিল তারা ঈশানকে দলে নিতে মরিয়া। শেষ পর্যন্ত সেটাই হয়।