সাফল্য প্রসঙ্গে কি বললেন প্রসিদ্ধ পড়ুন

frame সাফল্য প্রসঙ্গে কি বললেন প্রসিদ্ধ পড়ুন

A G Bengali
এক বছর আগে জাতীয় দলে সুযোগ পাওয়া প্রসিদ্ধ কৃষ্ণর সেরা বোলিং এই ম্যাচেই। কোন মন্ত্রে সাফল্য এল সেটা ম্যাচ শেষে জানালেন ম্যাচের সেরা প্রসিদ্ধ। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে প্রসিদ্ধ বলেন, ‘‘যে দিন থেকে ভারতীয় দলে আমার অভিষেক হয়েছে সে দিন থেকে কী ভাবে ধারাবাহিক খেলা যায় সেই চেষ্টা করেছি। শুরুর দিকে মাঠের মধ্যে খুব উত্তেজিত হয়ে পড়তাম। অনেক কিছু মাথার মধ্যে চলত। অনেক নতুন কিছু করার চেষ্টা করতাম। ফলে সে ভাবে সফল হতে পারিনি।’’ মোতেরায় দ্বিতীয় এক দিনের ম্যাচে ৯ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।


ম্যাচের পর ম্য়াচের সেরা প্রসিদ্ধের ভূয়সী প্রশংসা করেছেন ক্যাপ্টেন রোহিত। তিনি বলেন, "আমি প্রসিদ্ধর বোলিং দেখে কিছুটা অবাকই হয়েছি। কোনও শিশির ছিল না মাঠে। আমি দীর্ঘদিন ভারতে এরকম স্পেল দেখিনি। প্রচণ্ড গতিতেই ও বল করে গেল। বাকিরাও ওর প্রশংসা করেছে।" রোহিতের প্রশংসা শুনে অভিভূত প্রসিদ্ধ। তিনি বলেন, "রোহিতের থেকে এমন মন্তব্য বেশ আত্মতৃপ্তিদায়ক। কারণ ও দীর্ঘদিন ক্রিকেট খেলছে। রোহিতের মুখ থেকে এই কথা শুনে আমি সত্যিই খুব খুশি।" ২৫ বছরের কর্ণাটকের পেসার প্রসিদ্ধ দেশের জার্সিতে এই নিয়ে মাত্র হাফ ডজন ওয়ানডে খেললেন। বিভিন্ন মহল থেকেই তাঁকে খেলানোর দাবি উঠছিল। বহু প্রাক্তন ক্রিকেটার বলে আসছিলেন যে, প্রসিদ্ধকে খেলানো হোক এবার। বহু প্রাক্তন ক্রিকেটার বলে আসছিলেন যে, প্রসিদ্ধকে খেলানো হোক এবার।

Find Out More:

Related Articles:

Unable to Load More