সিডনি টেস্টের আগে হুঙ্কার রুটের

A G Bengali
জিওফ্রে বয়কটের মতো প্রাক্তনীরা রুটকে নেতৃত্ব থেকে ইস্তফা দিতে বলেছেন। ইংল্যান্ড অধিনায়ক অবশ্য সে সব নিয়ে ভাবছেন না। তিনি জানালেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে এখনই তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চান না। তাঁর কথায়, “এই সফরের পরেও আমার ক্রিকেটজীবন রয়েছে। এখনই এ নিয়ে মন্তব্য করে দলের মধ্যে কোনও বিভেদ তৈরি করতে চাই না। নিজের শক্তিও খরচ করতে চাই না। বাকি যে দুটি ম্যাচ আছে, সেখানে নিজের সেরাটা দিতে চাই।” রুট যোগ করেছেন, “গোটা দল চায় যেন আমি ভাল খেলি। ওদের ভাল রান উপহার দেওয়া বাকি রয়েছে আমার। তাই বাকি দুটি ম্যাচে আমরা যে রকম চাই, সে রকমই ফলাফলই যাতে হয় সেই চেষ্টা করব।”

অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ হাফিজ (Mohammed Hafeez)। পাকিস্তানের (Pakistan) এই অলরাউন্ডারের ১৮ বছরের ক্রিকেট জীবন শেষ হল। আন্তর্জাতিক ক্রিকেট আর না খেললেও ক্লাব ক্রিকেট খেলবেন তিনি। আর তাঁর অবসরের পরেই সবার প্রিয় 'প্রফেসর'কে বিশেষ ধন্যবাদ জানালেন দলের অধিনায়ক বাবর আজম (Babar Azam) ও পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja)। বাবর আজম টুইটারে লিখেছেন, 'একটা মনে রাখার মতো আন্তর্জাতিক কেরিয়ার অবশেষে থেমে গেল। মহম্মদ হাফিজের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ওর অভিজ্ঞতা থেকেও অনেক কিছু জানতে পেরেছি। যে ভাবে তুমি আমাকে আগলে রেখেছিল সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার অবসর জীবন সুখের হোক প্রফেসর।'

Find Out More:

Related Articles: