আইসিসি-র টি২০ ক্রমতালিকায় উন্নতি হল ভারতের দুই ব্যাটারের

A G Bengali
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে ভাল খেলায় প্রথম পাঁচে ঢুকলেন রাহুল। ২৪ ধাপ উপরে উঠলেন সূর্য। বুধবার আইসিসি নতুন টি২০ তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে দু’ম্যাচে ৮০ রান করেন তিনি। তালিকায় চারে রয়েছেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান। তাঁর থেকে মাত্র ৬ রেটিং পয়েন্ট পিছনে রয়েছেন রাহুল।

সেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final), তারপর দেশের মাটিতে আগামিকাল অর্থাৎ ২৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছেন রবিচন্দন অশ্বিন (Ravichandran Ashwin)। তার আগে ইংল্যান্ড সফরে শুধু ড্রেসিংরুমেই বসে থাকতে হয়েছে ভারতের এই অভিজ্ঞ তারকা স্পিনারকে। তবে এবার শুধু টেস্ট ক্যাপ পরে মাঠা নামাই নয়, অশ্বিনের সামনে রয়েছে এরকাধিক রেকর্ড ভাঙার হাতছানি। সেই রেকর্ডগুলি কি কি একবার দেখে নেওয়া যাক - নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন দলের ব্যাটিংয়ের স্তম্ভ। তাঁর উইকেট ছিটকে দিতেই পারলেই নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে বড় ধাক্কা দেওয়া সম্ভব। অশ্বিন যদি আর ১ বার উইলিয়ামসনের উইকেট নিতে পারেন তাহলে প্রজ্ঞান ওঝাকে টপকে ভারতীয় মধ্যে সর্বাধিকবার উইলিয়ামসনকে আউট করার নজির গড়বেন। টেস্টে ভারতের আরও এক তারকা অফস্পিনার হরভজন সিংয়ের রেকর্ড ভাঙতে পারেন অশ্বিন। হরভজন টেস্টে ৪১৭ উইকেট নিয়েছেন। ৭৯ ম্যাচে ৪১৩টি উইকেট অশ্বিনের এই রেকর্ড নিজের নামে করার জন্য প্রয়োজন আর পাঁচটি উইকেট। ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় রয়েছেন অনিল কুম্বলে (৬১৯) এবং কপিল দেব (৪৩৪)।

Find Out More:

Related Articles: