আইপিএলে কে কী পুরস্কার পেল দেখুন

A G Bengali
আইপিএল ২০২১, চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রানার আপ কলকাতা নাইট রাইডার্স। এবার পরের সিজনের অপেক্ষা। কিন্তু এই সিজনে কোন ক্রিকেটার কি অ্যাওয়ার্ড পেল ? হ্যাঁ, সেটা এক নজরে দেখতে সমস্ক ত্রিকেট প্রেমীই চায়। তাই এবার এক নজরে দেখে নিন কোন ক্রিকেটার কী অ্যাওয়ার্ড পেলেন –
– টুর্নামেন্টের শেষে কমলা টুপি জয় করলেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি ১৬ ম্যাচে ৬৩৫ রান করেন। ব্যাটিং গড় ৪৫.৩৬।
– ঋতুরাজের এই ব্যাটিং দক্ষতার কথা মাথায় রেখেই গায়কোয়াড়কে মরশুম সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে নির্বাচন করা হয়।
– রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের পেসার হর্ষল প্যাটেল এই টুর্নামেন্টে বেগুনি টুপি অর্জন করলেন।
চলতি মরশুমে সবথেকে বেশি উইকেট তিনি শিকার করেছেন।
– হর্ষলকে ২০২১ আইপিএল মরশুমে সবথেকে মূল্যবান ক্রিকেটারের সম্মান দেওয়া হয়।
-আইপিএল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পঞ্চম বিদেশি হিসেবে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জয় করলেন ফাফ ডু প্লেসি। ইতিপূর্বে এই পুরস্কার জিতেছেন কায়রন পোলার্ড, বেন কাটিং, শেন ওয়াটসন এবং ট্রেন্ট বোল্ট।
-মরশুম সেরা পাওয়ার প্লেয়ার – ভেঙ্কটেশ আইয়ার (৩৭০ রান, ব্যাটিং গড় ৪১.১১)
-সবথেকে বেশি ছয় – কেএল রাহুল (৩০)
-মরশুম সেরা গেম চেঞ্জার – হর্ষল প্যাটেল
-মরশুম সেরা সুপার স্ট্রাইকার – শিমরন হেটমায়ার (স্ট্রাইক রেট: ১৬৮)
-মরশুম সেরা ক্যাচ – রবি বিষ্ণোই (কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ডিপ মিড উইকেটে ডাইভ দিয়ে সুনীল নারাইনের অসাধারণ একটা ক্যাচ ধরেন)
– ফেয়ারপ্লে পুরস্কার – রাজস্থান রয়্যালস
পাশাপাশি, তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে হর্ষল প্যাটেল টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের তকমা অর্জন করলেন। ইতিপূর্বে ২০১০ সালে এই খেতাব অর্জন করেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। এই একই খেতাব ২০১৬ সালে অর্জন করেছিলেন সচিনেরই উত্তরসূরী বিরাট কোহলি।

Find Out More:

Related Articles: