মেন্টর হওয়ার জন্য এক পয়সাো নিচ্ছেন না ধোনি

A G Bengali
মেন্টর হওয়ার জন্য এক পয়সাো নিচ্ছেন না ধোনি
। জয় শাহ বলেন, ‘‘ধোনি ভারতীয় দলের সঙ্গে কাজ করার জন্য পারিশ্রমিক হিসেবে একটি টাকাও নিচ্ছে না। এমনিতেই দায়িত্ব নেওয়ায় আমরা ওর প্রতি কৃতজ্ঞ। তার উপর ধোনি একটা টাকাও নিচ্ছে না।’’ ২৪ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হচ্ছে। এই বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে থাকছেন ধোনি। তিনি আপাতত আইপিএল-এর জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন। তাঁর দল চেন্নাই সুপার কিংস ফাইনালে উঠেছে। আইপিএল শেষ হলে ধোনি দুবাইতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

ধোনি এখনও পর্যন্ত চেন্নাইয়ের সঙ্গে যুক্ত। তাই ভারতীয় দলের 'মেন্টর' হিসেবে নতুন ইনিংস শুরু করার জন্য তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল। তাই সেই অভিযোগকে গ্যালারিতে ফেলে দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিলেন ধোনি। বড় সভাপতি সৌরভ বলেন, টিম ইন্ডিয়ার 'মেন্টর' হিসেবে কাজ করার জন্য ধোনি কোনও আর্থিক দাবি করেনি।" এই বিষয়ে মুখ খুলেছেন বোর্ড সচিব জয় শাহ। তিনি বলেন, "টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের 'মেন্টর' হিসেবে মহেন্দ্র সিং ধোনি নিঃস্বার্থ ভাবে ও বিনামূল্যে কাজ করবে।" আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। সেই ম্যাচ থেকেই 'মেন্টর' হিসেবে 'ক্যাপ্টেন কুল'-এর আত্মপ্রকাশ ঘটবে। আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। সেই ম্যাচ থেকেই 'মেন্টর' হিসেবে 'ক্যাপ্টেন কুল'-এর আত্মপ্রকাশ ঘটবে।

Find Out More:

Related Articles: