আন্তর্জাতিক ম্যাচে ১৭ রানে অল আউট এই দেশ

A G Bengali
মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC Women T20 World Cup) যোগ্যতাপর্বের খেলায় অবাক স্কোরবোর্ড। আফ্রিকান অঞ্চলের যোগ্যতাপর্বের ম্যাচে ইসোয়াতিনি বনাম জিম্বাবোয়ে মহিলা দলের ম্যাচে ঠিক তাই হল। আফ্রিকার দক্ষিণপ্রান্তের বিশ্বের কাছে স্বল্প পরিচিত দেশ ইসোয়াতিনি জাতীয় মহিলা ক্রিকেটে দল এই প্রথমে ব্যাট করতে নেমে মাত্র  আফ্রিকান অঞ্চলের যোগ্যতাপর্বের ম্যাচে ইসোয়াতিনি বনাম জিম্বাবোয়ে মহিলা দলের ম্যাচে ঠিক তাই হল। আফ্রিকার দক্ষিণপ্রান্তের বিশ্বের কাছে স্বল্প পরিচিত দেশ ইসোয়াতিনি জাতীয় মহিলা ক্রিকেটে দল এই প্রথমে ব্যাট করতে নেমে মাত্র  ১৭ রানে অল আউট হয়ে গেল। হ্যাঁ, মাত্র ১৭ রানে। ইসোয়াতিনি-র সাতজন ব্যাটসম্যান কোনও রানই করতে পারেননি। কেউ দু অঙ্কের রান করতে পারেননি। জিম্বাবোয়ের পেসার এস্তার মবোফানা ১১ রানে ৬ উইকেট নেন। দলের দুই ওপেনার ও তিন নম্বরে নামা ব্যাটার শূন্য রানে আউট হন। দলের সর্বোচ্চ রান অতিরিক্ত-র। জিম্বাবোয়ের বোলাররা ৭ রান অতিরিক্ত দেন। ইসোয়াতিনি-র পক্ষে সর্বোচ্চ রান নওতামাজিনি গাওয়িবি-র (৬)।  

মাত্র ৯.২ ওভারে ইসোয়াতিনি অল আউট হয়ে যাওয়ার, জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে মহিলা দল ১২ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কোনও উইকেট না হারিয়েই। চলতি কোয়ালিফিকেশন রাউন্ডে এর আগের ম্যাচে বটসোয়ানা-র বিরুদ্ধে ইসোয়াতিনি মাত্র ২৯ রানে অল আউট হয়েছিল। ২০২২ মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার জন্য এখন আফ্রিকার দশটি দেশ খেলছে। দুটো গ্রুপে ভাগ করে হচ্ছে খেলা।

Find Out More:

Related Articles: